মন্দির-মাজারে পুজো দিয়ে জনসংযোগে দেব

দেবের সঙ্গে ছিলেন কেশপুরের বিধায়িকা শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যোত পাঁজা ও স্থানীয় নেতৃত্ব।

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী তথা দেব সোমবার বিকেলের কর্মসূচি শুরু করেন কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের অন্তর্গত কানপুর থেকে বদরিনাথবাটী হয়ে ছুতারগেড়িয়ায় গিয়ে শেষ করেন জনসংযোগ কর্মসূচি। দুবারের জেতা ঘাটালের প্রিয় সাংসদ আজ কেশপুর ব্লকের কানপুর গ্রাম থেকে পায়ে হেঁটে গ্রামের শীতলা মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে শুরু করেন আজকের বিকেলের কর্মসূচি।

আরও পড়ুন-রাজনীতি করতে নয় পাশে থাকতে আসা ময়নাগুড়িতে চন্দ্রিমা

দেবের সঙ্গে ছিলেন কেশপুরের বিধায়িকা শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যোত পাঁজা ও স্থানীয় নেতৃত্ব। কানপুর গ্রাম থেকে বিকেলের রোডশো শুরু করেন। কলাগ্রাম গ্রামীণ মন্দিরে স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রণাম সেরে কর্মী-সমর্থক সহ জনতার সঙ্গে জনসংযোগ সেরে কলাগ্রাম হয়ে গোপীনাথবাটি মাজারে উপস্থিত হয়ে দোয়া প্রার্থনা করেন মানুষের জন্য। ছুতারগেড়িয়াতে এই রোডশো শেষ করেন। দীর্ঘ পাঁচ কিলোমিটার রোড শো দেখতে গ্রামীণ রাস্তার দুপাশে উৎসুক জনতার ভিড় উপছে পড়ে।

Latest article