রাজনীতি করতে নয় পাশে থাকতে আসা ময়নাগুড়িতে চন্দ্রিমা

মুখ্যমন্ত্রীর পর এবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সোমবার বিকেলে। তিনি ময়নাগুড়ির বার্নিশ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রীর পর এবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সোমবার বিকেলে। তিনি ময়নাগুড়ির বার্নিশ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তেরা চন্দ্রিমার কাছে ক্ষয়ক্ষতির বর্ণনা দেন। লিপিকা রায় দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে সমবেদনা জানান চন্দ্রিমা।

আরও পড়ুন-সাহায্য করতে আমরা সঙ্গে আছি : জগদীশ

প্রশাসন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান। পরিদর্শনের পর জানান, তাঁরা রাজনীতি করতে আসেননি। চন্দ্রিমা আসার কিছুক্ষণ আগে গদ্দার অধিকারী এসে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এ নিয়ে চন্দ্রিমার প্রতিক্রিয়া, বিজেপি সবখানেই রাজনীতি করতে আসে, এখানেও এসেছে। এদিনই জলপাইগুড়িতে একটি প্রচারসভা ছিল। তা বাতিল করে এদিন ঝড়বিধ্বস্ত এলাকায় আসেন। সঙ্গে ছিলেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী নুরজাহান বেগম, ময়নাগুড়ি ব্লক তৃণমূল সভাপতি মনোজ রায় প্রমুখ।

Latest article