প্রার্থী তালিকা প্রকাশ

মঙ্গলবার জেলা তৃণমূল কার্যালয়ে প্রকাশ করা হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নাম।

Must read

সংবাদদাতা, কোচবিহার : দলের পুরনো মুখ ও নতুন মুখের সামঞ্জস্য রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল৷ জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এই তালিকা প্রকাশ করেন। মঙ্গলবার জেলা তৃণমূল কার্যালয়ে প্রকাশ করা হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নাম। সামাজিক কাজের সঙ্গে যুক্তদের প্রাধান্য দেওয়া হয়েছে জেলা পরিষদের ৩৪ আসনের প্রার্থী হিসেবে৷ এছাড়াও ৩৮৩টি পঞ্চায়েত সমিতির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।

আরও পড়ুন-বিরোধী প্রার্থীদের গোলাপ তৃণমূল বিধায়কের

বাকি ২৫০৭টি গ্রাম পঞ্চায়েত আসনের প্রার্থীর নাম আজ, বুধবার ঘোষণা করবে দল। কোচবিহারে ২৩৮৫টি ভোটগ্রহণ কেন্দ্রে হবে পঞ্চায়েত নির্বাচনে। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, রাজ্যের নির্দেশে যে তালিকা প্রকাশিত হয়েছে তা প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে৷ বুধবার মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা৷ তারপরই শুরু হবে যাবে প্রচার।

Latest article