প্রকাশিত হল এই বছরের উচ্চ মাধ্যমিকের (Higher secondary) ফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করছে শিক্ষা সংসদ। এই বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। যদিও আজ, বুধবার মার্কশিট এবং শংসাপত্র হাতে পাবেন না পরীক্ষার্থীরা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইল থাকবে। এই বছর সব নম্বর অনলাইনে নেওয়া হয়েছে। মার্কশিটে কিউআর কোড থাকছে।
আরও পড়ুন-কর্মীসঙ্কট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, বাতিল কমপক্ষে ৮০টি বিমান
২০২৪ সালের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৭,৫৫,৩২৪ জন। ৬০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। যার মধ্যে ১৫টি ভাষার পরীক্ষা। পরীক্ষার্থীদের তৎকাল রিভিউ ব্যবস্থা থাকবে। আগে রিভিউ করলে প্রায় ৪৫ দিন পরে ফলাফল জানা যেত কিন্তু এবার ৭ দিনে ফল হাতে পাবেন পরীক্ষার্থীরা। এই বছর প্রথম দশে রয়েছে ৫৮ জন। প্রথম দশে আছেন হুগলি জেলার ১৩ জন, বাঁকুড়ার ৯ জন, দক্ষিণ ২৪ পরগনার ৭ জন এবং কলকাতার ৫ জন। ৭০ শতাংশের বেশি পেয়েছেন ২২ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭ শতাংশ। কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ। জেলা ভিত্তিক পাশের হারে কলকাতা রয়েছে পাঁচ নম্বরে।
আরও পড়ুন-গাড়ি থাকতে ফাঁকা মাঠে ইভিএম নিয়ে রাস্তায়! প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভীক দাস। ৪৯৬ মার্কস পেয়ে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়ামস হাইস্কুলের অভীক দাস। দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তিনি পেয়েছেন ৪৯৫। তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত। পেয়েছেন ৪৯৪। মেয়েদের মধ্যে প্রথম প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ। উচ্চমাধ্যমিকে চতুর্থ তথা মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দু’জন – কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী হলেন প্রতীচী রায় তালুকদার এবং চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের ছাত্রী স্নেহা ঘোষ। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩।
আরও পড়ুন-বিরোধীদের বেলাগাম সন্ত্রাস, ভোট পড়ল ৭৩.৯৩ শতাংশ, ৪ কেন্দ্রের ভোটে বাউন্ডারি তৃণমূলের
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে সকলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ”উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। আগামী দিনে তোমরা আরও সফল হবে, দেশের নাম, রাজ্যের নাম উজ্জ্বল করবে – এই প্রার্থনা করি।
আর আজ যারা কোনো কারণে সফল হতে পারোনি, তাদের বলব ভেঙে না পড়ে মন দিয়ে চেষ্টা কর। আগামীতে তোমরাও সফল হবে। আমার অগ্রিম শুভেচ্ছা রইল।”
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…