গাড়ি থাকতে ফাঁকা মাঠে ইভিএম নিয়ে রাস্তায়! প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

Must read

প্রতিবেদন : তৃতীয় দফায় ভোট শেষ হলেও মুর্শিদাবাদে ছড়াল উত্তেজনা। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছে তৃণমূল (Trinamool Congress)। ইভিএম গাড়িতে না নিয়ে, কেন হেঁটে নিয়ে যাচ্ছেন ভোটকর্মীরা এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও অভিযোগ উঠেছে তৃণমূলের তরফে। আজিমগঞ্জের রায়বুধসিং বাহাদুর হাইস্কুলের ১০ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন সেই স্কুলেরই প্রধান শিক্ষিকা রুবিনা খাতুন। ভোটারদের প্রভাবিত করছেন অভিযোগ পেয়ে তাঁকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। রানিনগরের নজরানা প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ ও ২২৫ নম্বর বুথে তৃণমূলের (Trinamool Congress) পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বাম-কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে মুর্শিদাবাদের পাহাড়পুরের একটি বুথে ভোটপর্ব শেষ হওয়ার পর ইভিএম-সহ ভোটকর্মীদের ফাঁকা মাঠ পেরিয়ে কমিশনের নির্দিষ্ট গাড়িতে তুলে দিয়ে আসেন তৃণমূল কর্মীরা। বিজেপি বা বামেরা ইভিএম ছিনতাই করতে পারে এই আশঙ্কায় ভোটকর্মীদের নিরাপত্তা দেন তাঁরা।

আরও পড়ুন- ভোটের মাঝে বিজেপিতে ধাক্কা, সংখ্যালঘু হরিয়ানা সরকার

Latest article