প্রতিবেদন : সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। বন্ধ হচ্ছে পানশালা। মদ্যপান করতে হলে বাড়িতে বসেই করতে হবে। পানশালা বন্ধ করার নয়া সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের আবগারি নীতিতে একগুচ্ছ বদল আনল শিবরাজ সিং চৌহান সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, রাজ্যের সমস্ত পানশালা বন্ধ করতে হবে। মদ কেনা যাবে শুধুমাত্র স্বীকৃত মদের দোকান থেকে। তবে মদ কেনার পর তা পান করতে হবে বাড়ির ভিতরে। ইতিমধ্যেই শিবরাজ মন্ত্রিসভায় নতুন আবগারি নীতি অনুমোদিত হয়েছে।
আরও পড়ুন-ইডি তল্লাশি
মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, মদ্যপানে রাশ টানতেই এই পদক্ষেপ। সরকারের নতুন নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাজ্যের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে মদের দোকান খোলা যাবে না। আগের নিয়মে এই ব্যবধান ছিল ৫০ মিটারের। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে অভিযুক্তদের লাইসেন্স বাতিল করার সংস্থান থাকছে নতুন আবগারি নীতিতে।
আরও পড়ুন-মোরবি-বিপর্যয়ে বড় গাফিলতি : রিপোর্ট, পাল্টানো হয়নি জংধরা তার, তাই ছিঁড়ে পড়েছে সেতু
উল্লেখ্য, রাজ্যে মদ্যপান বন্ধ করতে দীর্ঘদিন ধরেই সরব মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। রাজ্যবাসীকে মদের বদলে দুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি একটি মদের দোকানের সামনে দু’টি গরুকে বেঁধে রেখে মদ খাওয়া এবং মদ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানান নেত্রী। বিজেপি নেত্রী উমা যেভাবে এই ইস্যুতে নিজেদের সরকারের সমালোচনায় নেমেছিলেন তাতে আতান্তরে পড়েছিল রাজ্য সরকার। শেষমেশ রাজ্যে মদ্যপানে লাগাম টানতে উদ্যোগী হল শিবরাজ সিং চৌহান সরকার।