বড়াইচণ্ডী মন্দিরে পুজো, মোল্লাজি বাগানের মসজিদে প্রার্থনা, প্রচারে ঝড় তুললেন দিদি নম্বর ওয়ান

এদিন সকাল সকাল রচনা পৌঁছে যান চন্দননগরের বিখ্যাত বড়াইচণ্ডীতলার মায়ের মন্দিরে। পুজো দিয়ে শুরু করেন প্রচার।

Must read

সংবাদদাতা, হুগলি : নাম ঘোষণার পর থেকেই তাঁকে নিয়ে উত্তেজনার শেষ নেই। দিদি নম্বর ওয়ান এখন রাজনীতির মঞ্চে তাই স্বাভাবিক ভাবেই রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস। আর ফলাফল যে ইতিবাচক হবে তা আরও একবার বোঝা গেল প্রচার পর্বের ঝড় দেখে। প্রচারে বেরিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করছেন এই তারকা প্রার্থী। শুনছেন তাঁদের অভাব-অভিযোগ। আগামী দিনে তাঁর কী পরিকল্পনা হবে সে নিয়েও আশ্বস্ত করছেন।

আরও পড়ুন-দোলের দিন দেরিতে চলবে মেট্রো

সব মিলিয়ে প্রাথমিকভাবে যে প্রচার পর্ব চলছে তাতে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে কয়েক যোজন পেছনে ফেলে এগিয়ে গেছেন তৃণমূলের রচনা। এদিন সকাল সকাল রচনা পৌঁছে যান চন্দননগরের বিখ্যাত বড়াইচণ্ডীতলার মায়ের মন্দিরে। পুজো দিয়ে শুরু করেন প্রচার। এরপর একে একে বেলতলা কলোনি, সুরিঘাট এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। মাঝে চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ার মোল্লাজি বাগানের মসজিদে গিয়ে মাজারে চাদর চড়িয়ে প্রার্থনা করেন। সৌজন্য বিনিময় চলে প্রবীণ মানুষদের সঙ্গে। স্থানীয় লজে দুপুরের খাওয়া সারেন তারকা প্রার্থী। শুধু খাবার খাওয়া নয়, নিজের হাতে কর্মীদের খাবার পরিবেশনও করেন তিনি। রচনা জানান, আমি অভিনেত্রী। গরম আমার কাছে কোনও ব্যাপার নয়। কারণ অভিনয় করতে গিয়ে প্রচণ্ড গরমে মাঠে-ঘাটে বহুবার কাজ করেছি, তাছাড়াও এই গরমে আমার সঙ্গে এত মানুষ রয়েছেন, আমি তাঁদের এত ভালবাসা পাচ্ছি তাঁরা যদি আমার সঙ্গে পথ চলতে পারেন তাহলে আমার কাছে গরম বলে কোনও কিছুই হয় না। চন্দননগরে রচনার সঙ্গে প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল-সহ অন্যান্যরা।

Latest article