সংবাদদাতা, কাঁথি : নিজেদের তথাকথিত গড়েই ক্রমশ কোণঠাসা কাঁথির (Kanthi) অধিকারী পরিবার। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ছড়াতে ব্যস্ত রাজ্যের বিরোধী দলনেতা। সেই বিভেদের রাজনীতির মুখের মতো জবাব দিতে এবং দুই সম্প্রদায়ের ঐক্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করতে উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে ‘শান্তিকুঞ্জ’ থেকে ঢিলছোঁড়া দূরত্বে শারদোৎসবের আয়োজন করছেন তৃণমূল নেতা হাবিবুর রহমান ও সুপ্রকাশ গিরিরা। ‘সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি’-র ব্যানারে সেই পুজো হবে কাঁথির কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে। রবিবার খুঁটিপুজোয় তারই সূচনা হল। এই দুর্গোৎসব কমিটির সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক হাবিবুর রহমান। সম্পাদক হয়েছেন, জেলা যুব তৃণমূল সভাপতি তথা কাঁথির উপপ্রধান সুপ্রকাশ গিরি। খুঁটিপুজোয় ছিলেন তনুশ্রী চক্রবর্তী, স্বামী নিগমানন্দজি, হরিসাধন দাস অধিকারী, মধুরিমা মণ্ডল, রত্নদ্বীপ মান্না প্রমূখ। হাবিবুর বলেন, ‘বাঙালির শ্রেষ্ঠ উৎসবে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হবেন। কোন ভেদাভেদ নয়, মোরা একই বৃন্তে দুটি কুসুম।” সুপ্রকাশ বলেন, “ কাঁথির (Kanthi) এক লোডশেডিং নেতা ধর্মের নামে দাঙ্গা লাগিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চান। কিন্তু সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে একে অপরের সুখে দুঃখে শামিল হওয়াটাই মানবতার আসল ধর্ম। তাই আমরা সম্প্রীতির পুজোর আয়োজন করেছি।’
আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুকে ভোট দিলে টাকা, না দিলে এজেন্সি দিয়ে হেনস্থা