দ্রৌপদী মুর্মুকে ভোট দিলে টাকা, না দিলে এজেন্সি দিয়ে হেনস্থা

তৃণমূল বিধায়ককে হুমকি প্রস্তাব

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : বিজেপি নীতি-নৈতিকতার ধার ধারে না। মিথ্যাচার আর দুর্নীতিই ওদের নীতি। তারই সাম্প্রতিক নজির মিলল দুর্গাপুরে। ‘এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিন, তার বিনিময়ে আপনাকে আশাতীত অর্থ দেওয়া হবে।’ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে (Narendranath Chakraborty) এমনই প্রস্তাব দিয়ে ফোন করেন একটি দৈনিক সংবাদপত্রের দুর্গাপুরের প্রতিনিধি সঞ্জয় সিং। ১৪ জুলাই রাতে এক অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কলে নরেন্দ্রনাথকে এই প্রস্তাব দিয়ে সঞ্জয় বলেন, ‘বিজেপি বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই তিনি এই ফোনটি করছেন। দ্রৌপদী মুর্মুকে ভোট দিলে তাঁকে আশাতীত অর্থ দেওয়া হবে। আর না মানলে তাঁকে ইডি, সিবিআইকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।’ এমন অবমাননাকর প্রস্তাব দিয়ে ফোন আসার প্রাথমিক ঘোর কাটিয়ে নরেন্দ্রনাথ (Narendranath Chakraborty) বিষয়টি আনুপূর্বিক জানিয়ে পাণ্ডবেশ্বর থানায় সঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে শনিবার রাতেই পুলিশ সঞ্জয়কে তাঁর বি-জোন এলাকার আবাসন থেকে গ্রেফতার করে। রবিবার সিটি সেন্টারের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে এই ঘটনার কথা তুলে ধরেন নরেন্দ্রনাথ। অভিযুক্ত সঞ্জয় তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।

আরও পড়ুন: ডায়মন্ড হারবার ক্লাবের সদস্যপদ পেতে দারুণ সাড়া

Latest article