পুজোয় বেআইনি বিদ্যুৎ ৩০ লক্ষ টাকা জরিমানা

Must read

প্রতিবেদন : অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া রাজ্যের বিভিন্ন পুজো কমিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল বিদ্যুৎ দফতর। প্রায় ১৮০০টি পুজো কমিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজো কমিটিগুলোকে প্রতিবারের মতো এবারেও লাইসেন্স ফি-তে ছাড় দিয়েছে রাজ্য সরকার। তা সত্ত্বেও কিছু পুজো কমিটি নিয়ম ভেঙে বিদ্যুৎ সংযোগ নিয়েছে বলে বিদ্যুৎ দফতর সূত্রে খবর। দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের আধিকারিকরা এই ক’দিনে প্রায় ৮ হাজার পুজো মণ্ডপ পরিদর্শন করেন। সেই সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি ধরা পড়ে। তাদের কাছ থেকে জরিমানা বাবদ ৩০ লক্ষেরও বেশি টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওদিকে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিদ্যুৎ ভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু হয়েছে।

আরও পড়ুন-বন্ধ শিল্পের শ্রমিকদের উৎসব-ভাতা রাজ্যের

Latest article