মোদির জন্যই পুলওয়ামাকাণ্ড, সত্যপালের বিস্ফোরণে টালমাটাল বিজেপি

সত্যপাল মালিকের প্রশ্ন, কেন, কিসের জন্য আমার কণ্ঠরোধ করা হয়েছিল সেদিন? কী ঢাকা দিতে সরিয়ে দেওয়া হয়েছিল আমাকে?

Must read

প্রতিবেদন : তৃণমূল সহ বিরোধী দলগুলো প্রথম থেকেই বলে আসছিল এ কথা। পুলওয়ামাকাণ্ডের জন্য যে আসলে নরেন্দ্র মোদিই দায়ী, তা কিন্তু এবারে স্পষ্ট হয়ে গেল দিনের আলোর মতোই। মোদির কীর্তি ফাঁস করে দিলেন জম্মু-কাশ্মীরের সেই সময়ের গভর্নর জেনারেল সত্যপাল মালিক। বললেন, ওই ঘটনার জন্য দায়ী ছিল কেন্দ্রই। এক সাক্ষাৎকারে কোনও রাখঢাক না করেই তিনি বলে দিলেন, তখন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে বারবার চেয়েও মাত্র পাঁচটি এয়ারক্রাফ্ট না মেলায় প্রাণ চলে গেল ৪০ জন জওয়ানের। অথচ প্রধানমন্ত্রীকে ব্যাপারটা জানাতে তিনি মুখ খুলতে নিষেধ করেছিলেন। সত্যপাল মালিকের প্রশ্ন, কেন, কিসের জন্য আমার কণ্ঠরোধ করা হয়েছিল সেদিন? কী ঢাকা দিতে সরিয়ে দেওয়া হয়েছিল আমাকে?

আরও পড়ুন-দিনের কবিতা

গেরুয়া সরকারকে তীব্র অস্বস্তিতে ফেলে মালিকের মন্তব্য, আসলে পুলওয়ামায় ৪০ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় ঘটে সরকারের ভুলের জন্যই। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গোটা ঘটনাকে ধামাচাপা দিয়েছেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। এদিন তাঁর সেই সাক্ষাৎকারের ভিডিও ট্যুইট হয়ে প্রকাশ্যে আসায় সরব হল তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দল।

আরও পড়ুন-সরকার ফেলতে চক্রান্ত!

সম্প্রতি সাংবাদিক করণ থাপারকে দেওয়া ওই সাক্ষাৎকারে সত্যপাল সিং বলেন, “জম্মু-কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল তা আমাদের ভুলের জন্যই। সিআরপিএফ-এর তরফে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর কাছে এয়ারক্রাফ্টের আবেদন জানানো হয়েছিল কিন্তু সে আবেদন খারিজ করা হয়। অথচ এতবড় কনভয় কখনওই রাস্তা দিয়ে যেতে পারে না। মাত্র পাঁচটি এয়ারক্রাফ্টের প্রয়োজন ছিল কিন্তু সেটা দেওয়া হয়নি। আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম এটা আমাদের ভুলের জন্য হয়েছে। আমরা এয়ারক্রাফ্ট দিয়ে দিলে এটা হত না। তখন প্রধানমন্ত্রী আমাকে জানান, তুমি এখন পুরোপুরি চুপ থাকো।” বিস্ফোরক এই সাক্ষাৎকার সম্প্রতি ট্যুইট করা হয়েছে বিরোধীদের তরফে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলওয়ামা-কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে।

আরও পড়ুন-পুলিশের সামনেই আততায়ীদের হাতে খুন ‘গ্যাংস্টার’ আতিক আহমেদ ও তাঁর ভাই

বিরোধীরা সরাসরি প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে বলেছেন, প্রধানমন্ত্রী পুলওয়ামা কাণ্ড আপনার সরকারের গাফিলতির জন্য ঘটেছে। যদি এয়ারক্রাফ্ট পাওয়া যেত তাহলে জঙ্গিদের সব ষড়যন্ত্র নষ্ট হয়ে যেত। আপনার তো এই ভুলের তদন্ত করা উচিত ছিল, কিন্তু আপনি শুধু বিষয়টিকে ধামাচাপা দেননি বরং নিজের ভাবমূর্তি ঠিক করতে নেমেছিলেন।
কী উত্তর দেবেন মোদিজি?

Latest article