পুরনিগমের উদ্যোগে চালু পাম্পিং স্টেশন

ডাঃ সুজয় চক্রবর্তী জানান, এর ফলে ৭, ৯, ১০ ও ৮ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। এখন ওই এলাকায় আর জল জমবে না।

Must read

সংবাদদাতা, হাওড়া : উত্তর হাওড়ার বামুনগাছি ও সংলগ্ন এলাকার জল জমার সমস্যার স্থায়ী সমাধান করলে কর্পোরেশন। সম্প্রতি ৭ নম্বর ওয়ার্ডে বামুনগাছি ঝিল রোডে স্থায়ী পাম্পিং স্টেশন চালু হল। এটির উদ্বোধন করেন হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, প্রশাসকমণ্ডলীর সদস্য বাপি মান্না সহ আরও অনেকে।

আরও পড়ুন-মুর্শিদাবাদে শূন্য হবে কংগ্রেস

ডাঃ সুজয় চক্রবর্তী জানান, এর ফলে ৭, ৯, ১০ ও ৮ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। এখন ওই এলাকায় আর জল জমবে না। বেশি বৃষ্টি হলেও পাম্পিং স্টেশনের মাধ্যমে দ্রুত তা সরিয়ে দেওয়া যাবে। উল্লেখ্য, ৭ নম্বর ওয়ার্ডের ওই এলাকা এবং তার আশপাশের রাস্তায় দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যা ছিল। সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগী হয়েছিলেন এলাকার বিধায়ক গৌতম চৌধুরীও। অবশেষে পাম্পিং স্টেশনটি চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও। গৌতম চৌধুরি বলেন, ‘‘বাম জমানা থেকেই ওই এলাকার মানুষ জল জমার সমস্যায় ভুগতেন। বাম আমলে সমস্যার সমাধানে কোনও কাজই হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এলাকাবাসীদের দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হল।”

Latest article