প্রতিবেদন : কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি। নিজেদের দলের অন্দরে যে একাধিক দুর্নীতি লুকিয়ে রয়েছে তা নিয়ে কোনও তাপ উত্তাপ নেই । সত্যিই পদ্মে এখন পচাপাঁক । খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দফতরের রাষ্ট্রমন্ত্রী ডাকাতির অভিযোগে জেল খেটেছিলেন ৪২ দিন। আর সেই তথ্য নিয়ে চাঁচাছোলা ভাষায় পদ্মশিবিরকে আক্রমন শাণিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
আরও পড়ুন-ভয়ে কাঁপছেন বিলকিস, ‘ন্যায়বিচারের প্রতি বিশ্বাস ধাক্কা খেয়েছে’
তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী একটি সোনার দোকানে ডাকাতির অভিযোগে ৪২ দিন জেলে কাটিয়েছেন৷ যে দেশের খোদ স্বরাষ্ট্রমন্ত্রীই একজন জেল খাটা আসামী সে দেশে গরুপাচারের ঘটনা ঘটতেই পারে।’ বিজেপির ওই রাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তাঁর এলাকাবাসীদের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। মানুষকে প্রলোভন দেখিয়ে ভোট নিলেও বিপদে পাশে দাঁড়াননি। এলাকাতে তাঁর দুর্নীতির গ্রাফও যে বেশ ঊর্ধ্বমুখী সে খবরও বেরিয়ে আসছে। এই বিষয় নিয়ে যদিও বিজেপি একটিও টুঁ শব্দ করেনি। আসলে কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে আসে সেই ভয়ে গর্তে সিঁটিয়ে রয়েছে— এমনটাই বলছে অন্যান্য বিরেধীরাও।