বেঁকে বসল পাঞ্জাব-উত্তরপ্রদেশও, কেন্দ্রকে সাফ জানিয়ে দিল, নাফেড থেকে ডাল কিনবে না রাজ্য

মিড-ডে মিলের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড থেকে ডাল কিনবে না রাজ্য। চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে তা জানিয়ে দিল রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : মিড-ডে মিলের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড থেকে ডাল কিনবে না রাজ্য। চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে তা জানিয়ে দিল রাজ্য সরকার। শুধু পশ্চিমবঙ্গই নয়, নাফেড থেকে ডাল কিনবে না বলে বেঁকে বসেছে পাঞ্জাবের মতো আরও কয়েকটি রাজ্যও। এমনকী বিজেপি-শাসিত উত্তরপ্রদেশও জানিয়ে দিয়েছে, তারাও নাফেড থেকে ডাল কিনতে নারাজ। প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে মিড-ডে মিলের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড থেকে ডাল কেনার জন্য সমস্ত রাজ্যকে চিঠি দিয়েছে মোদি সরকার।

আরও পড়ুন-কর্নাটকের বিজেপি মন্ত্রীর ১৬০৯ কোটি টাকার সম্পত্তির হদিশ

কিন্তু সেই চিঠি পাওয়ার পরই তাদের পক্ষে নাফেড থেকে আলাদা করে ডাল কেনা সম্ভব নয় সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। বাংলার মতোই কেন্দ্রের এই প্রস্তাব মানতে রাজি নয় উত্তরপ্রদেশ-সহ খোদ বিজেপিশাসিত রাজ্যগুলিই। বাংলার দাবি, একবার যখন মিড-ডে মিলের সামগ্রী বাবদ চাল-ডালের খরচ ধরে নেওয়া হয়েছে তখন নতুন করে আবার কেন নাফেড থেকে ডাল কিনতে হবে? এমনিতেই মিড-ডে মিল-সহ একাধিক প্রকল্পে রাজ্যে অনিয়ম হয়েছে বলে ক্রমাগত পরিদর্শক দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বাংলায় পর্যাপ্ত পরিমাণে চাল এবং ডালের জোগান রয়েছে। ফলে ওই কেন্দ্রীয় সংস্থা থেকে এই সমস্ত খাদ্যশস্য কেনার কোনও প্রয়োজন নেই। এদিকে উত্তরপ্রদেশ-সহ বিজেপিশাসিত অনেক রাজ্যেই জানিয়ে দিয়েছে, যেহেতু সামগ্রীর মধ্যেই ডাল কেনার খরচ ধরা রয়েছে, তাই নতুন করে কেন্দ্রের থেকে ডাল কিনবে না।

Latest article