ফের খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দরজা। কোভিডের বিধিনিষেধ কাটিয়ে অবশেষে আজ ১ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে ভক্তদের প্রবেশের অনুমতি মিলল জগন্নাথদেবের মন্দিরে। গত ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্তসংক্রমণ রুখতে বন্ধ ছিল এই মন্দির। যদিও এবারেও রবিবার করে বন্ধ থাকবে পুরীর মন্দির।
ভক্তদের জন্য জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জারি করেছে একাধিক নির্দেশিকা –
১) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য প্রবেশের অনুমতি রয়েছে জগন্নাথ মন্দিরে।
২) কোভিড সংক্রমণ রুখতে প্রতি রবিবার বন্ধ থাকবে মন্দিরের দরজা। ওইদিন স্যানিটাইজ করা হবে মন্দির চত্বর।
৩) মন্দিরে প্রবেশ করতে গেলে পুণার্থীদের সচিত্র পরিচয়পত্র, কোভিড টিকার সংশাপত্র অথবা ৯৬ ঘণ্টা আগে করানো কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
৪) আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়মগুলি বহাল রাখা হয়েছে।
৫) মন্দিরের ভেতরে এবং বাইরে প্রত্যেক পুণ্যার্থীকে মাস্ক পরতে হবে। কোভিড আইনভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৬) মন্দিরে প্রবেশের আগে হাত স্যানিটাইজ করতে হবে।
৭) মন্দির চত্বরে শারীরিক দূরত্ববিধি বজায় রাখতে হবে।
আরও পড়ুন – চালু হতে চলেছে ইলেকট্রনিক চিপ ই-পাসপোর্ট
এছাড়াও জগন্নাথ মন্দির (Puri Jagannath Mandir) কমিটি একটি বিশেষ ক্যাম্প চালু করেছে, যেখানে ১৮ থেকে ৬০ বছর বয়সী মন্দিরের সকল সেবায়েতদের এই ক্যাম্প থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। পুরীর জেলা শাসক সমার্থ বর্মা বলেন, “আমরা ছাতিসা নিজোগা (মন্দিরের সেবকদের কমিটি) ও শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ-র সঙ্গে বৈঠক করি। সম্মিলিতভাবে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জীবন এবং জীবনযাত্রার ভারসাম্যের বিষয়ে আমাদের ভাবতে হবে। পাশাপাশি পুরীর অর্থনীতি, যা অনেকাংশে জগন্নাথ মন্দিরের উপর অনেকাংশে নির্ভরশীল, সেই দিক বিবেচনা করে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে এর আগে করোনার জেরে ভক্ত ও দর্শনার্থীদের জন্য জগন্নাথ মন্দিরের দ্বার বন্ধ হলেও নির্দিষ্ট রীতি মেনে নিত্যপুজো চলেছে। কোভিডবিধি মেনে মন্দিরের পূজারী ও সেবকরা পুজো করেছেন। এছাড়াও মন্দিরের সেবকদের জন্য করোনাবিধি মেনে কোভিড কেয়ার সেন্টার, অ্যাম্বুল্যান্স, র্য়াপিড রেসপন্স টিম এবং মেডিক্যাল চেক-আপের ব্যবস্থা ছিল।