২৩ অগাস্ট থেকে পুরীর জগন্নাথ মন্দিরে শর্তসাপেক্ষে প্রবেশ করতে পারবেন ভক্তরা

Must read

করোনা জনিত কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। ২৩ অগাস্ট থেকে বাইরের ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। তার আগে ১৬ অগাস্ট থেকে পুরীর স্থানীয় বাসিন্দারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে, মন্দিরে প্রবেশ করতে হলে বেশ কিছু শর্ত বা নিয়ম মানতে হবে।

আরও পড়ুন-লাল থেকে কমলা তালিকায় ঠাঁই, অবশেষে ব্রিটেনে প্রবেশের অনুমতি পেলেন ভারতীয়রা

করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই এই সিদ্ধান্ত নিল পুরীর মন্দির কমিটি ও ওড়িশা সরকার। মন্দির কমিটির মুখ্য প্রশাসক কিষাণ কুমার জানিয়েছেন, মন্দিরে ঢুকতে গেলে আধার কার্ড ও ভোটার কার্ড সঙ্গে আনতে হবে। এছাড়াও আনতে হবে টিকার দুটি ডোজ নেওয়ার শংসাপত্র। কোনও ভক্ত যদি টিকার একটি ডোজ নিয়ে থাকেন তবে মন্দিরে প্রবেশের আগে তাঁকে দাখিল করতে হবে আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। যারা এখনো পর্যন্ত কোন টিকাই নেননি তাঁদের ক্ষেত্রে আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন-ভ্যাকসিন বৈষম্যের অভিযোগ তুলে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

প্রথম পর্বে ১৬ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র স্থানীয় বাসিন্দারাই মন্দিরে প্রবেশ করতে পারবেন। ওড়িশা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শনি ও রবিবার অর্থাৎ ২১ ও ২২ অগাস্ট রাজ্যে লকডাউন চলবে। ওই দু’দিন মন্দির বন্ধ থাকবে। ২৩ অগাস্ট সোমবার থেকে যে কোনও জায়গার ভক্তরা মন্দিরে প্রবেশ করে দেবতার পুজো দিতে পারবেন।

Latest article