জাতীয় স্তরের প্রতিযোগিতায় পুরুলিয়ার মেয়ে

Must read

প্রতিবেদন : পূর্বাঞ্চল অ্যাথলিট মিটে বাংলার হয়ে অংশগ্রহণের সুযোগ পেল পুরুলিয়ার মেয়ে গীতা মাহাতো (Gita Mahato)। শনিবার পাটনার উদ্দেশ্যে রওনা দেয় সে। পাটনার পাটলিপুত্র স্টেডিয়ামে ৩৩ তম ইস্ট জোন জুনিয়র অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হবে। পুরুলিয়ার এমএসএর অ্যাথলিট সম্পাদক গৌতম চট্টোপাধ্যায় জানান, ‘প্রত্যন্ত মাহালিতোড়া গ্রামের মেয়ে ‌গীতা (Gita Mahato) এই জেলার গর্ব।’‌ অনূর্ধ্ব ১৬ বিভাগে বাংলা দলের হয়ে সে অংশ নেবে। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় সে সুযোগ পাওয়ায় খুশি পুরুলিয়ার সর্বস্তরের মানুষ। জঙ্গলমহলের জেলাগুলি থেকে একমাত্র গীতাই বাংলা দলে সুযোগ পেয়েছে। সম্প্রতি রাজ্য অ্যাথলিট মিটে স্বর্ণপদক পেয়েছে গীতা। সেই সুবাদেই জাতীয় স্তরের প্রতিযগিতায় যাওয়ার সুযোগ পেয়েছে সে। জাতীয় স্তরের এই প্রতিযোগিতাতেও সে ভালো ফল করবে বলে আশা গৌতমবাবুর। হতদরিদ্র পরিবারের মেয়ে গীতা পুরুলিয়ার লাগদা স্কুলের দশম শ্রেণির ছাত্রী। এর আগে জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় বহু সাফল্য পেয়েছে পুরুলিয়ার এই স্কুলছাত্রী। পাটনায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় তার সাফল্য কামনা করছে গোটা জঙ্গলমহল।

আরও পড়ুন-প্রকৃতির আপন হাতে সাজানো কনকদুর্গা মন্দির

Latest article