সংবাদদাতা, পুরুলিয়া : সময়ে বৃষ্টির অভাবে এবার ধান রোয়ার লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি। কিন্তু যেসব জমিতে ধান রোয়া গিয়েছে, সেখানে উৎপাদন ভাল হবে বলে কৃষি দফতরের আশা। তাই এবারও সরকারি সহায়ক মূল্যে ধান কেনার প্রস্তুতি আগাম সেরে রাখার উদ্যোগ নিল জেলা খাদ্য ও সরবরাহ দফতর।
আরও পড়ুন-বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে অনুপমের বিরুদ্ধে পোস্টার
চালকলগুলির সঙ্গে সরকারের এখনও কোনও চুক্তি চূড়ান্ত হয়নি। তবু তারাও প্রস্তুত রয়েছে। জেলায় এবার ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ২ লক্ষ ৪৯ হাজার টন। সহায়ক ক্রয়মূল্য নির্দিষ্ট হয়েছে কুইন্টাল-পিছু ২২০৩ টাকা। খাদ্য ও সরবরাহ দফতরের জেলা নিয়ামক জওহর আলম বলেন, ‘সরকারি সহায়ক মূল্যে ধান কেনার জন্য এবারও জেলায় পর্যাপ্ত ব্যবস্থা থাকছে। জেলার ৪৫টি কৃষি উন্নয়ন সমিতি, ৬৮টি স্বনির্ভর গোষ্ঠী এবং ২২টি সরকারি ক্রয়কেন্দ্রের মাধ্যমে এই ধান কেনা হবে।
আরও পড়ুন-কোথাও চুনোমাছের ভোগ, কোথাও শিকলে বাঁধা দেবী প্রাচীন কালীপুজো
সঙ্গে ৩টি ভ্রাম্যমাণ ক্রয়কেন্দ্রও থাকবে। সংগঠনগুলির সঙ্গে চুক্তির কাজ চলছে। ওয়েস্ট বেঙ্গল রাইস মিলার্স অ্যাসোশিয়েশনের পুরুলিয়া জেলা শাখার পক্ষে মনোজ ফোগলা জানিয়েছেন, চুক্তি এখনও হয়নি ঠিকই, তবে তাঁরা ধান কেনার জন্য প্রস্তুত আছেন। তিনি বলেন, ‘এখনও মাঠ থেকে ধান ওঠেনি। ফলে কেনার জন্য হাতে যথেষ্ট সময় আছে। তবু প্রশাসন তৈরিই আছে।’ সরকারি কাজ এগিয়ে থাকায় খুশি কৃষকরাও।