প্রতিবেদন : প্রথমে করোনা কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ। তারপর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েও অনেকের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই দেশে কমেছে মানুষের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে এক বিশেষ ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট জানিয়েছেন, যদি কোনও মহিলার ১০ বা তার বেশি সন্তান হয় তবে তাঁদের বিপুল আর্থিক পুরস্কার দেওয়া হবে। তবে এই পুরস্কারের অর্থ পাওয়ার ক্ষেত্রে একটি শর্তও জুড়ে দিয়েছেন পুতিন।
আরও পড়ুন-প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়ছেন ঋষি
প্রেসিডেন্ট জানিয়েছেন, কোনও মহিলার দশম সন্তানের যখন প্রথম জন্মদিন হবে সে সময় যদি ওই মহিলার বাকি নয় সন্তান বেঁচে থাকে তবেই মিলবে পুরস্কারের অর্থ। পুরস্কারের মূল্য ১ বিলিয়ন রুবেল। ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ টাকা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মাদার হিরোইন। জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ। পুতিন মনে করেন, যাদের সন্তানের সংখ্যা বেশি তারা প্রকৃতই দেশপ্রেমিক। সেদেশের রাজনৈতিক বিশেষজ্ঞ জেনি ম্যাথার্স জানিয়েছেন, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল সে সময় ১০ বা তার বেশি সন্তান হলে মহিলাদের পুরস্কার দেওয়া হত।