প্রতিবেদন : মস্কোয় বিজয় দিবসের কুচকাওয়াজে গরম ভাষণ দিয়েছেন তিনি। বলেছেন, প্রতিবেশী দেশের জনগণকে স্বাধীন করতে আমাদের সেনারা মিত্রশক্তির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। নাৎসিদের বিরুদ্ধে আমরা যেমন জিতেছি, তেমনই এবারও জিতব। প্রয়াত বাবার ছবি হাতে প্রাক্তন যুদ্ধনায়কদের সঙ্গে হেঁটেছেনও তিনি। কিন্তু তাতেই ধরা পড়ছে, বিস্তর গোলমাল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট রীতিমতো ছবি ও ভিডিওর প্রমাণ দেখিয়ে দাবি করেছে, ক্রেমলিনের সর্বেসর্বা ভ্লাদিমির পুতিন মারাত্মক অসুস্থ।
আরও পড়ুন-তাজমহলে মুগ্ধ
অন্যান্য একাধিক মিডিয়াও এই দাবি তুলেছে। যুক্তি কী? এক) মস্কোয় সহনীয় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তবুও একমাত্র পুতিনই প্যারেড চলাকালীন বসেছিলেন নিজের পা সবুজ কম্বলে মুড়ে। দুই) তিনি হাঁটবার সময়ে খোঁড়াচ্ছিলেন। তিন) তাঁকে বেশ কয়েকবার কাশতে দেখা গিয়েছে। ফলে সহজ উপসংহার হল, পারকিনসন্স বা ক্যানসারের মতো জটিল অসুখে সত্যিই ভুগছেন পুতিন। অবশ্য আরেকটি মুচমুচে গসিপও বাজারজাত হয়েছে। দাবি, তাঁর গুপ্ত প্রেমিকা সন্তানসম্ভবা হয়েছেন। অপ্রত্যাশিত এই খবর পেয়েই আরও অসুস্থ হয়ে পড়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের এই রহস্যময়ী প্রেমিকার নাম আলিনা কাবায়েভা। দীর্ঘদিন ধরেই পুতিনের সঙ্গে তাঁর সম্পর্ক। লোকে বলে, আলিনার সঙ্গে দুই সন্তানও রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতিতে এই অপরিকল্পিত গর্ভধারণের ঘটনায় পুতিন অস্থির হয়ে পড়েছেন। আলিনা আপাতত সুইজারল্যান্ডে অজ্ঞাতবাসে।