শুরুতেই হেরে বিদায় সিন্ধুর

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ

Must read

বার্মিংহাম: অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। জোড়া অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার বুধবার কোর্টে নেমেছিলেন চিনের ঝাং ইমানের বিরুদ্ধে। কিন্তু সবাইকে হতাশ করে বিশ্বের ১৭ নম্বর ঝাংয়ের কাছে ১৭-২১, ১১-২১ সরাসরি গেমে হেরে যান সিন্ধু। ফলে আরও একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে তাঁকে।
প্রসঙ্গত, এই নিয়ে চলতি বছরে তিন-তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সিন্ধু। সামনে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো টুর্নামেন্ট রয়েছে। তার আগে সিন্ধু এই ফর্ম সত্যিই চিন্তার বিষয়। এদিন চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে তাও কিছুটা লড়াই করেছিলেন সিন্ধু (PV Sindhu)। কিন্তু দ্বিতীয় গেমে তাঁকে দাঁড়াতেই দেননি ঝাং। তবে সিন্ধুর বিদায়ের দিনে মেয়েদের ডাবলসে বড় চমক দিলেন ভারতের তৃষা জোলি ও গায়ত্রী গোপীচাঁদ। তাঁরা বিশ্বের আট নম্বর থাই জুটিকে ২১-১৮, ২১-১৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ছেলেদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজরানকি রেড্ডি ও চিরাগ শেঠি। তাঁরা প্রথম রাউন্ডের ম্যাচে ২১-১৩, ২১-১৩ গেমে হারিয়েছেন ভারতেরই কৃষ্ণপ্রসাদ গর্গ ও বিষ্ণুবর্ধন গৌড়কে। সরাসরি গেমে জিততে মাত্র ৪৫ মিনিট সময় নেন সাত্ত্বিক-চিরাগ জুটি।

আরও পড়ুন: পায়ের পেশির জোর বাড়াচ্ছেন ঋষভ

Latest article