সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন সিন্ধু, চিনকে হারিয়ে জিতে নিলেন ট্রফি

সিঙ্গাপুর ওপেনের এই ফাইনাল ম্যাচটি আজ হয়েছে সিঙ্গাপুর ইন্ডোর স্টেডিয়াম, কলঙ্গে। ভারতীয় সময় অনুসারে সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে ম্যাচটি।

Must read

আজ সিন্ধু সিঙ্গাপুর ওপেনের (Singapore Open) ফাইনালে চিনের ওয়াং ঝি ইয়ের বিরুদ্ধে খেলতে নেমে জয় পেলেন। সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সুইস ওপেনের পর ২০২২ সালের তৃতীয় খেতাব জিতলেন সিন্ধু। গতকাল সেমিফাইনালে তিনি হারিয়েছেন জাপানের সায়না কাওয়াকামিকে। সেই ম্যাচটি হায়দরাবাদি শাটলার স্ট্রেট গেমে জেতেন। এদিন খেলার ফল ছিল ২১-১৫ ও ২১-৭। প্রতিপক্ষকে কোনমতেইদাঁড়াতেই দেননি তিনি। রবিবার ম্যাচটি অত সহজ একেবারেই ছিল না। প্রথম গেম সহজেই ২১-৯ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় গেমে অবশ্য হারতে হয় সিন্ধুকে। প্রথম গেমে এক সময় ১৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু।

আরও পড়ুন-‘উন্নত শির’-এর শতবর্ষে অবনতশিরকামীদের দাপট

সিঙ্গাপুর ওপেনের এই ফাইনাল ম্যাচটি আজ হয়েছে সিঙ্গাপুর ইন্ডোর স্টেডিয়াম, কলঙ্গে। ভারতীয় সময় অনুসারে সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়েছে ম্যাচটি।

গতকাল সিন্ধু সেমিফাইনালে বিশ্বের ৭ নম্বর সিন্ধু বিশ্বের ৩৮ নম্বর মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার কাওয়াকামিকে মাত্র ৩১ মিনিটের লড়াই শেষে হারিয়ে দেন। এই বছর সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ও সুইস ওপেনে জিতেছিলেন তিনি। আজ সিঙ্গাপুর ওপেনের ফাইনালে জেতার পর অলিম্পিক্সের পর এটিই সবচেয়ে বড় জয় হল সিন্ধুর।

Latest article