নয়াদিল্লি : স্বচ্ছতার স্বার্থে আদালতের বিচার প্রক্রিয়া সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দেওয়া উচিত। ফের বললেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি বলেন, বিচারকদের কাজের বিচার শুধু মামলার রায়ের সংখ্যা এবং মামলা নিষ্পত্তির হার দেখে হয় না, আদালতের মধ্যে বিচার প্রক্রিয়ায় কোন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত সেটাও সমান গুরুত্বপূর্ণ।
লেখক বলরাম কে গুপ্তের একটি বই ভার্চুয়ালি প্রকাশ করেন শীর্ষ আদালতের বিচারপতি চন্দ্রচূড়। এই অনুষ্ঠানে তিনি বলেন, আদালতের (Supreme Court) কার্যক্রম জনসাধারণের জন্য উন্মুক্ত না হলে আদালতের কাজের প্রকৃতি সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তাঁর মতে, বিচারবিভাগীয় কার্যক্রম জনসাধারণের জন্য উন্মুক্ত হলে তা যেমন প্রতিষ্ঠানকে বৈধতা দেবে, তেমনি গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষেও সহায়ক হবে।
এ প্রসঙ্গে দলাই লামার একটি মন্তব্যের উদাহরণ দেন বিচারপতি, যেখানে তিনি বলেছিলেন স্বচ্ছতার অভাব অবিশ্বাস এবং নিরাপত্তাহীনতা তৈরি করে।