প্রতিবেদন : শীর্ষ আদালতে মামলার শুনানির তালিকা কম্পিউটারের মাধ্যমে করার পক্ষে সওয়াল করলেন প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর। তাঁর মতে, এর ফলে দূর হতে পারে পক্ষপাতের আশঙ্কা। বাড়বে স্বচ্ছতাও। দিল্লিতে ক্যাম্পেন ফর জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিফর্মস আয়োজিত এক অলোচনাসভায় এই মত প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন-‘৫ দশকের সমস্যার সুরাহা করেছি’ মহেশতলা থেকে জলপ্রকল্পের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গটি তোলেন সুপ্রিম কোর্টের আর এক প্রক্তন বিচারপতি কুরিয়েন জোসেফ। তাঁর বক্তব্যের সূত্র ধরেই বিচারপতি লোকুর মামলা তালিকাভুক্তি ও রোস্টার তৈরির প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেন। তিনি মনে করেন, ‘অমুক বেঞ্চে মামলা গেলে তমুক রায়ই হবে’ এমন একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে। তাই তালিকা কম্পিউটারাইজড হলে এই সমস্যা কমে যাবে। এড়ানো যাবে পক্ষপাতের সম্ভাবনা।