‘৫ দশকের সমস্যার সুরাহা করেছি’ মহেশতলা থেকে জলপ্রকল্পের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রতিশ্রুতি মতো রবিবার, বিকেলে মহেশতলা থেকে বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলার ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিশ্রুতি মতো রবিবার, বিকেলে মহেশতলা থেকে বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলার ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা দিয়ে তিনি কথা রাখেন। মঞ্চ থেকেই তিনি বলেন সমস্যা হলে সরসরি তাঁকে চিঠি পাঠানোর কথা বললেন অভিষেক। “কাজে সেরা ডায়মন্ড হারবারকে ভোটের পরিসংখ্যানেও ১ নম্বর করার দায়িত্ব আপনাদের হাতেই”- বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

আরও পড়ুন-‘আদালতের কারণেই শাহজাহানকে ধরা যাচ্ছে না’ সাফ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এদিন, রাস্তা ও জল প্রকল্পের উদ্বোধন করে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, গত বছর চড়িয়ালে প্রথম লেন উদ্বোধন করতে আসি। রাস্তার কাজ শুরু হয় ২০ এপ্রিল ২০২০ সালে। আমি জেদি ছেলে, কথা দিলে কথা রাখি। ৫ দশকের সমস্যার সুরাহা করেছি। ভোটের আগে রাস্তা তৈরির কথা দিয়েছিলাম, আজ সেই প্রতিশ্রুতি পূরণ হল। অভিষেক জানান, মুখ্যমন্ত্রী মানুষের বিপদের কথা শুনলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।

আরও পড়ুন-ই-বাইকের ব্যাটারি ফেটে নিউ ইয়র্কে মৃ.ত্যু এক ভারতীয় সাংবাদিকের

এদিন ফের ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন অভিষেক। তাঁর কথায়, কথা দিয়ে কথা রাখাই এই মডেল। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, এই এলাকার মানুষও কলকাতার মতো জল পরিষেবা পাবেন। আর জলের সমস্যা থাকবে না। আগামী ১৬ বছর মানুষের আর জলের কষ্ট হবে না। যেখানে প্রয়োজন হবে অভিরিক্ত সংযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন অভিষেক।

আরও পড়ুন-প্রয়াত পরিচালক কুমার সাহানি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। জানান, সোমবার থেকেই জবকার্ড হোল্ডাররা রাজ্যের থেকে টাকা পাবে। তিনি জানান, ২ কোটি ১২ লক্ষ মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দেওয়া হচ্ছে। ডায়মন্ড হারবার পুলিশ ডিক্সটিট সেরার সেরা হয়েছে বলে জানান অভিষেক। এলাকার সাংসদ জানান, গত ১০ বছরে ৫ হাজার ৫৮০ কোটি টাকার কাজ করা হয়েছে। অভিষেকের বার্তা, মহেশতলাবাসীকে অনুরোধ কর্মেও এক নম্বর এবং ভোটের পরিসংখ্যানেও আমাদের ১ নম্বর করার দায়িত্ব আপনাদের হাতেই। স্থানীয়দের সাংসদের বার্তা, যা দরকার, যা প্রয়োজন আমার কলকাতার অফিসে লিখে জানাবেন। আমি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব।

Latest article