সুন্দরবন উন্নয়ন, কী পরিমাণ বরাদ্দ?

Must read

প্রতিবেদন : ২০২০-২১ অর্থবর্ষে সুন্দরবনের উন্নয়নের জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে? বরাদ্দকৃত অর্থের কী পরিমাণ এখনও পর্যন্ত দেওয়া হয়েছে? শেষ পাঁচ বছরে সুন্দরবনের উন্নয়নের জন্য কেন্দ্রের কি কোনও পরিকল্পনা ছিল? সোমবার মোদি সরকারের বন ও পরিবেশ মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলি রাখেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুনীল কুমার মণ্ডল।

আরও পড়ুন : প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনল তৃণমূল

তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট দফতরের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানান, সুন্দরবনের উন্নয়নে ২০২০-২১ সালে ৪৯৪.১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট অর্থবর্ষ এবং আগের বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষের অব্যবহিত টাকা-সহ ৩৬৬.৭৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ওই অর্থবর্ষে সুন্দরবনের উন্নয়নের জন্য প্রকৃত খরচ করা হয়েছে ২৯২.৯৮ লক্ষ টাকা। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের উন্নয়ন-সহ সামগ্রিক উন্নয়নে গত পাঁচ বছরে কী পরিমাণ টাকা দেওয়া হয়েছে সেটাও জানিয়েছেন মন্ত্রী। অশ্বিনীকুমারের দেওয়া হিসাব থেকে দেখা গিয়েছে, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবর্ষে সুন্দরবনের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে যথাক্রমে ৩২৯.২৫৭৭ ও ৩৯৭.০৯০৮ লক্ষ টাকা। ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষে যথাক্রমে ৪৫৬.২২ এবং ৫৯৯.৫৯০ লক্ষ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে ১৭৩.৬৭ লক্ষ টাকা। অর্থাৎ শেষ পাঁচ বছরে সুন্দরবনের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে ১৯৫৫.৮২৯ লক্ষ টাকা।

Latest article