সংবাদদাতা, ময়নাগুড়ি : দোহমনিতে ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। আচমকাই তাঁর বুকে যন্ত্রণা শুরু হয়। এর পরই তাঁকে তড়িঘড়ি সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কিছুক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। সামান্য সুস্থাবোধ করতেই তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-রাত জেগে দফতর থেকে নজরদারি জেলাশাসকের
শুক্রবার দুর্ঘটনাস্থলে অসুস্থ হওবার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ বলেন, ‘‘রেল দুর্ঘটনার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। উত্তর-পূর্বের ট্রেনে পুরনো কোচ লাগানো হয়েছে বলেই এই দুর্ঘটনা। অত্যাধুনিক কোচ কেন দেওয়া হয়নি? উত্তর ও দক্ষিণ ভারতের ট্রেনে যেমন অত্যাধুনিক কোচ লাগানোই, এখানেও তেমনই কোচ দেওয়া হোক। উচ্চপর্যায়ের তদন্ত হোক। ১৫ দিনের মধ্যে রিপোর্ট প্রকাশ করা হোক, কী কারণে দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য যাঁরা দায়ী, যাঁদের তরফে গাফিলতি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’’