নয়াদিল্লি, ২৭ এপ্রিল : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, তাতে নাম রয়েছে অজিঙ্ক রাহানের। ৩৪ বছর বয়সি অভিজ্ঞ ব্যাটার দীর্ঘদিন পর টেস্ট দলে ডাক পেয়েছেন। আর এই গোটা ঘটনার পিছনে সক্রিয় ভূমিকা পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি!
আরও পড়ুন-পেলে এবার অভিধানে
ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস দলের অন্যতম সদস্য রাহানে। চলতি আইপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন ডানহাতি মুম্বইকর। বিসিসিআই সূত্রের খবর, দল নির্বাচনের আগে ধোনিকে ফোন করেছিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়। রাহানের সম্পর্কে জানতে চান দ্রাবিড়। এর পরেই রাহানেকে টেস্ট দলে ফেরানো হয়।
এক বিসিসিআই কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘শ্রেয়স আইয়ার চোট পাওয়ার পর, রাহানের নাম নির্বাচকদের মাথায় ছিল। ইংল্যান্ডের মাঠে রাহানের পারফরম্যান্স যথেষ্ট ভাল। ওর ক্লাস নিয়েও কোনও সন্দেহ ছিল না। দ্রাবিড় তাই ধোনিকে ফোন করে রাহানের বর্তমান পরিস্থিতি জানিতে চেয়েছিল। ধোনি ইতিবাচক মতামত দেওয়ার পরেই ওকে দলে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।’’ বিশেষজ্ঞরা মনে করছেন, রাহানে দলে সুযোগ পাওয়ায়, ভারতীয় ব্যাটিংয়ের শক্তি একলাফে অনেকটাই বেড়ে গেল। বিশেষ করে, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার পর রাহানে থাকায় মিডল অর্ডারের গভীরতাও বেড়েছে।
আরও পড়ুন-কোটি কোটি খরচ করে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে এদিকে বাংলার টাকা বকেয়া, কেন্দ্রকে তুলোধনা অভিষেকের
এদিকে, যাঁকে নিয়ে এত আলোচনা সেই রাহানে বলছেন, ‘‘পেশাদারদের জীবন কখনও মসৃণ হয় না। কিছু কিছু সময় আসে, যখন কোনও কিছুই পরিকল্পনামাফিক হয় না। অনেকেই সেই কঠিন সময়ে মানসিকভাবে ভেঙে পড়েন। তবে জীবন আমাকে শিখিয়েছে, হতাশ না হয়ে নিজের কাজটা করে যাওয়ার। শেষ পর্যন্ত ফোকাস ধরে থেকে লেগে থাকতে হবে।’’