প্রতিবেদন : সংসদ এবং সংসদ চত্বরে ইন্ডিয়ার বিস্ফোরণে বেসামাল কেন্দ্র। সকালে গান্ধীমূর্তিতে ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে ইন্ডিয়ার শ্রদ্ধার্ঘ্য শেষে করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানে সংসদ চত্বর উত্তাল হয়ে ওঠে। সেই রেশ ধরেই রাহুল গান্ধী যখন বললেন, মণিপুরে ভারতমাতাকে খুন করেছে বিজেপি, তখন ইন্ডিয়ার প্রবল হর্ষধ্বনিতে চাপা পড়ে গেল এনডিএর প্রতিবাদ।
আরও পড়ুন-পাকিস্তানকে উড়িয়ে শেষ চারে ভারত
তৃণমূলের পক্ষে এদিন বক্তব্য রাখেন ডাঃ কাকলি ঘোষদস্তিদার। তাঁর বিস্ফোরণে কার্যত থতমত খেয়ে যায় বিজেপি সরকার। কাকলি অভিযোগ করেন, আসলে মণিপুরে একটি মূল্যবান ধাতুর খনি দখল করতে চাইছে বিজেপি সরকার। সেই কারণেই লড়াই বাধিয়েছে দুই উপজাতির মধ্যে। গোটা দেশকে বিজেপির এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এককাট্টা হয়ে দাঁড়াতে হবে।