মণিপুর নিয়ে প্রতিবাদে পথে আদিবাসীরা

সংগঠনের সাধারণ সম্পাদক রবীন সোরেন ও অন্য শীর্ষ নেতৃত্ব ছিলেন মিছিলে। প্রেক্ষাগৃহে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

Must read

দুর্গাপুর ও আসানসোল : মণিপুরের মহিলাদের গণধর্ষণ, তাঁদের নগ্ন করে রাস্তায় হাঁটানো, আদিবাসী সমাজের প্রতি কেন্দ্রের সীমাহীন অবহেলা, সংরক্ষণ থাকা সত্ত্বেও আদিবাসীদের সরকারি চাকরির প্রশ্নে বৈষম্য, সর্বোপরি দেশ জুড়ে আদিবাসীদের উপর অত্যাচারের প্রতিবাদে বুধবার বিশ্ব আদিবাসী দিবসে মুখর হলেন আদিবাসী মানুষজন।

আরও পড়ুন-আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, মণিপুর হতে দেব না জঙ্গলমহলকে

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এক বর্ণাঢ্য কার্নিভালের মহামিছিল থেকে এই ভাষাতেই তীব্র প্রতিবাদ উচ্চারিত হয় আদিবাসী গাঁওতার বিভিন্ন নেতা-নেত্রীর কণ্ঠে। সংগঠনের অভিযোগ, দেশে আদিবাসী-বিরোধী এক কালাকানুন নিয়ে এসেছে কেন্দ্রের মোদি সরকার। তা যতক্ষণ পর্যন্ত না প্রত্যাহার করছে, ততদিন তাঁদের প্রতিবাদ আন্দোলন চলবে। সংগঠনের সাধারণ সম্পাদক রবীন সোরেন ও অন্য শীর্ষ নেতৃত্ব ছিলেন মিছিলে। প্রেক্ষাগৃহে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

আরও পড়ুন-দিদির হাত ধরেই নয়া ভোর আদিবাসীদের : বীরবাহা

আদিবাসী সমাজের পক্ষ থেকে এক মহামিছিলের ডাক দেওয়া হয় আসানসোলের পুরনো জিটি রোড এলাকায়। মহামিছিলে কয়েক হাজার মানুষ পা মেলান। আদিবাসী সমাজের পক্ষ থেকে তোলা সমস্ত অভিযোগের সঙ্গে সহমত আসানসোল পুরসভার মেয়র পারিষদ প্রধান গুরুদাস চট্টোপাধ্যায়, উৎপল সিংহ প্রমুখ তৃণমূল নেতৃত্বও। তাঁরাও মিছিলে পা মেলান।

Latest article