রাহুলই শুরুতে, জানালেন রোহিত

অ্যাডিলেডের গোলাপি বলে ক্রিকেটে ওপেনিং কম্বিনেশন বদলাচ্ছে না ভারত। শুক্রবার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন কে এল রাহুল।

Must read

অ্যাডিলেড, ৫ ডিসেম্বর : অ্যাডিলেডের গোলাপি বলে ক্রিকেটে ওপেনিং কম্বিনেশন বদলাচ্ছে না ভারত। শুক্রবার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন কে এল রাহুল। তিনি ব্যাট করবেন মিডল অর্ডারে। টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগে মিডিয়ার মুখোমুখি হয়ে সাফ জানালেন রোহিত শর্মা।
বৃহস্পতিবার রোহিত বলেছেন, ‘‘বাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে পারথে রাহুলের ব্যাটিং দেখেছি। ও অসাধারণ ব্যাট করেছে। তাই এই মুহূর্তে ওর ব্যাটিং পজিশন বদলানোর কোনও যুক্তি নেই। যশস্বীর সঙ্গে ও-ই ওপেন করবে।’’ ভারত অধিনায়ক আরও যোগ করেছেন, ‘‘আমি পরের দিকে ব্যাট করব। ব্যক্তিগতভাবে আমার পক্ষে মিডল অর্ডারে ব্যাট করা কিছুটা কঠিন। কিন্তু দলের স্বার্থে এটাই সঠিক সিদ্ধান্ত। রাহুলের ওপেন করা নিয়ে দলে কোনও দ্বিমত নেই। যশস্বীর সঙ্গে ওর জুটি আমাদের পারথে জেতাতে সাহায্য করেছিল। বিদেশের মাঠে রাহুল বরাবরই সফল তাই সিদ্ধান্ত নিয়ে কোনও সমস্যা হয়নি।’’

আরও পড়ুন-পুলিশ বাহিনীকে আগের ইউনিটে ফেরানোর নির্দেশিকা জারি এডিজি আইনশৃঙ্খলার

পারথে দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে বসিয়ে রেখেছিল ভারত। অ্যাডিলেডে কি তাঁরা সুযোগ পাবেন? রোহিত বলছেন, ‘‘প্রথম টেস্টে আমি ছিলাম না। টিম ম্যানেজমেন্ট যেটা ভাল বুঝেছে, সেটাই করেছে। পরিস্থিতি ও পিচ অনুযায়ী দল নির্বাচন করা হয়। আমি নিশ্চিত, এই সিরিজের পরের দিকে কোনও না কোনও সময় ওদের সাহায্য দলের প্রয়োজন হবে। ভারতকে অতীতে বহু স্মরণীয় জয় ওরা উপহার দিয়েছে। এবারও পিচ দেখে সেরা এগারো বেছে নেওয়া হবে।’’ একই সঙ্গে ওয়াশিংটন সুন্দরের প্রশংসা করে রোহিত বলেন, ‘‘গত অস্ট্রেলিয়া সফরেও ভাল পারফরম্যান্স করেছিল ওয়াশিংটন। রান করার পাশাপাশি উইকেটও নিয়েছিল। দুর্ভাগ্যবশত এর পরেই চোট পেয়ে বসে। ও অসাধারণ অলরাউন্ডার।’’

আরও পড়ুন-‘দিদিকে বলে’ ঘর

রোহিতের সংযোজন, ‘‘পিঙ্ক বলে চ্যালেঞ্জ থাকবেই। আলোর নীচে ব্যাট করার সময় সমস্যা হতে পারে। তবে তার মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে। পিঙ্ক বলে আমরা অনেক ম্যাচ খেলেছি।’’ যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও ঋষভ পন্থের প্রশংসা করে তিনি আরএও বলেন, ‘‘ওরা নতুন প্রজন্মের ভয়ডরহীন মানসিকতার। আমরা যখন প্রথমবার অস্ট্রেলিয়া সফরে এসেছিলাম, তখন কীভাবে রান করব ভাবতাম। ওরা ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামে। এখনকার ছেলেদের মানসিকতাই আলাদা।’’

Latest article