রোহিতদের কোচ থেকে গেলেন দ্রাবিড়

ড্রেসিংরুমে যে সংস্কৃতি গড়ে তুলতে পেরেছি, তার জন্য গর্বিত

Must read

মুম্বই, ২৯ নভেম্বর : ভারতীয় দলের কোচ থেকে গেলেন রাহুল দ্রাবিড় (Coach Rahul Dravid)। তাঁর সঙ্গে সিনিয়র দলের বাকি সাপোর্ট স্টাফেদেরও চুক্তির মেয়াদও বাড়িয়েছে বোর্ড। বিশ্বকাপেই দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের দু’বছরের চুক্তি শেষ হয়েছিল। শোনা যাচ্ছিল তিনি আর নতুন করে এই দায়িত্ব নিতে চান না। কিন্তু সমস্ত জল্পনা ভুল প্রমাণ করে মিস্টার ডিপেন্ডেবল রোহিত-বিরাটদের হেড কোচ হিসাবে থেকে গেলেন।
বোর্ডের এই ঘোষণার পরই দ্রাবিড় (Coach Rahul Dravid) এক বার্তায় বলেছেন, আমার উপর ভরসা রাখার জন্য বোর্ড কর্তাদের ধন্যবাদ। এই দায়িত্ব পালনের জন্য অনেকটা সময় পরিবারের থেকে দূরে থাকতে হয় আমাকে। আমার পরিবার যে ত্যাগ স্বীকার করছে তা বলার অপেক্ষা রাখে না। ওরা যেভাবে পিছন থেকে আমায় সাপোর্ট করে যাচ্ছে তা এককথায় অসাধারণ। বিশ্বকাপের পর আমরা এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। আমরা আমাদের দায়িত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। দ্রাবিড় এরপর তাঁর দলেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ড্রেসিংরুমে আমরা যে সংস্কৃতি তুলে ধরতে পেরেছি, তার জন্য গর্বিত। যে স্কিল ও প্রতিভা আমাদের দলে আছে তা অনবদ্য। আমরা একটা নির্দিষ্ট রাস্তায় এগোনোর চেষ্টা করছি। যা সরাসরি দেখা যাচ্ছে খেলার ফলেও।
বিশ্বকাপ ফাইনালের পর দ্রাবিড় ইঙ্গিত দিয়েছিলেন আর এই দায়িত্বে থাকবেন না। কিন্তু বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের কর্তাদের থেকে দায়িত্বে থেকে যাওয়ার অনুরোধ পেয়ে তিনি সেটা ফেলতে পারেননি। সম্প্রতি দ্রাবিড় ও বোর্ড কর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল। সেখানে তাঁকে হেড কোচ হিসাবে কাজ চালিয়ে যেতে অনুরোধ করা হয়। দ্রাবিড় সেইমুহূর্তে হ্যাঁ বা না কিছুই বলেননি। শুধু সময় চেয়ে নেন। পরে অবশ্য তিনি বোর্ডকে সবুজ সংকেত দিয়েছেন। অতঃপর বুধবারই বোর্ডের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের হেড কোচ ও সাপোর্ট স্টাফেদের চুক্তি বাড়ানো হয়েছে।
পঞ্চাশ বছরের দ্রাবিড়ের সামনে অবশ্য আইপিএলে মেন্টর হওয়ারও প্রস্তাব ছিল। লখনউ সুপার জায়ান্টস তাঁকে এই প্রস্তাব দিয়েছিল বলে খবর। কিন্তু তিনি সেই দায়িত্ব না নিয়ে ভারতীয় দলের সঙ্গেই থাকতে চেয়েছেন। কোচ হিসাবে দ্রাবিড়ের সেকেন্ড ইনিংস শুরু হবে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে। ১০ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারির এই সফরে ভারত তিনটি টি ২০, তিনটি একদিনের ম্যাচ ছাড়াও দুটি টেস্ট ম্যাচ খেলবে। এই সফরে সাদা বলের সিরিজে কোনও ম্যাচে রোহিত ও বিরাটকে দেখা যাবে না বলে খবর। সেক্ষেত্রে দ্রাবিড় সফরের শুরু থেকে থাকবেন নাকি টি ২০ ও একদিনের ম্যাচে ভিভিএস লক্ষ্ণণকে দায়িত্ব দিয়ে তিনি টেস্ট সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন, সেটাই এখন দেখার।

আরও পড়ুন- সিআর সেভেনের বিরুদ্ধে মামলা

Latest article