মুম্বই, ১১ এপ্রিল : প্রথম ম্যাচে হারের পর, টানা তিনটি জয়। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু তুমুল উত্তেজক ম্যাচটা শেষ পর্যন্ত ৩ রানে হেরেই মাঠ ছাড়তে হয়েছে কেএল রাহুলদের। যদিও এই পরাজয়ে ভেঙে পড়ছেন না লখনউ অধিনায়ক রাহুল। তাঁর দাবি, এই হার দলকে পরের ম্যাচগুলোয় বাড়তি আত্মবিশ্বাস দেবে।
আরও পড়ুন-বাংলাদেশ ৮০, হার কেশবের হাতেই
রাহুলের বক্তব্য, ‘‘আমরা হেরে গেলেও, শেষ পর্যন্ত লড়াইয়ে ছিলাম। এটা কিন্তু ইতিবাচক দিক। আমাদের ব্যাটিং লাইনআপে যথেষ্ট গভীরতা রয়েছে। বোলিং বিভাগেও প্রচুর বিকল্প। রান তাড়া করার সময় মাত্র ২০ রানে ৩ উইকেট হারালেও, ম্যাচ জিততে পারি এই বিশ্বাস আমাদের মধ্যে ছিল। তবে হ্যাঁ, ইনিংসের মাঝখানে একটা পার্টনারশিপের প্রয়োজন ছিল। সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি।’’
আরও পড়ুন-‘রিটায়ার্ড আউট’, স্রেফ স্ট্র্যাটেজি, অশ্বিনকে নিয়ে বললেন সঞ্জু
মার্কাস স্টোইনিস একার হাতেই ম্যাচ প্রায় জিতিয়ে ফেলেছিলেন। স্টোইনিসের প্রশংসা করে রাহুল বলেন, ‘‘মার্কাস দারুণ ব্যাট করল। ইনিংসের শেষ দিকে ও যেভাবে আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল, তার প্রশংসা করতেই হবে। ক্লোজ ম্যাচ আত্মবিশ্বাস বাড়াবে। আগামী ম্যাচে আরও উদ্দীপ্ত হয়ে মাঠে নামতে প্রেরণা দেবে। ম্যাচ হারলেও, দল হিসেবে আমরা যে কতটা শক্তিশালী, সেটা প্রমাণ করেছি।’’