সিএসকে নিয়ে শাস্ত্রী, ডুপ্লেসিকে নেতা করে জাদেজাকে খোলামনে খেলতে দিলেই ভাল হত

রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারকে খো লামনে খেলতে দেওয়া উচিত ছিল। সিএসকের টানা চার হারের পর বলেছেন রবি শাস্ত্রী।

Must read

মুম্বই, ১১ এপ্রিল : রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারকে খো লামনে খেলতে দেওয়া উচিত ছিল। সিএসকের টানা চার হারের পর বলেছেন রবি শাস্ত্রী। চারবারের চ্যাম্পিয়ন দল সিএসকের আইপিএল মরশুম শুরু হওয়ার আগেই অধিনায়ক বদল ঘটেছে। মহেন্দ্র সিং ধোনি সরে গিয়ে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন অলরাউন্ডার জাদেজার হাতে। কিন্তু তাতে সিএসকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে।

আরও পড়ুন-হেরেও আত্মবিশ্বাসী রাহুল

চারটি ম্যাচ হয়ে গেল, তারা এখনও জয়ের মুখ দেখেনি। শনিবারও তারা হেরেছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। ফলে সিএসকে এখন পয়েন্ট টেবলে সবার নিচে রয়েছে। এই পরিস্থিতিতে শাস্ত্রী বলেছেন, ধোনি যখন আর নেতৃত্ব দিতে চাইছিলেন না, তখন ফাফ ডুপ্লেসিকে ধরে রাখা উচিত ছিল। তাঁকেই এবার অধিনায়কের দায়িত্ব দেওয়া দেওয়া যেত। শাস্ত্রীর বক্তব্য হল, ‘‘আমি বিশ্বাস করি জাদেজার মতো প্লেয়ারকে সবসময় খোলা মনে খেলতে দেওয়া উচিত। তেমন হলে ডুপ্লেসিকে রেখে দিতে পারত চেন্নাই। ও প্রচুর খেলেছে। এবং ম্যাচ উইনার।

আরও পড়ুন-বাংলাদেশ ৮০, হার কেশবের হাতেই

ধোনি নেতৃত্ব দিতে রাজি না হলে ডুপ্লেসিকে দায়িত্ব দিয়ে জাদেজাকে প্লেয়ার হিসাবে খেলানো যেত। তাহলে ওর উপর নেতৃত্বের এই চাপ পড়ত না।” শাস্ত্রী আরও জানিয়েছেন, সেক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হত। প্রসঙ্গত, সিএসকের জন্য কোনও কিছু ঠিক হচ্ছে না এবার। গতবারের অরেঞ্জ ক্যাপ হোল্ডার ঋতুরাজ গায়কোয়াড় খুব খারাপ ফর্মে আছেন। অলরাউন্ডার জাদেজা এখনও পর্যন্ত মোটে একটি উইকেট নিয়েছেন।

Latest article