পুণে, ৮ মে : আন্দ্রে রাসেলের ব্যাট চললে যে কোনও রানের লক্ষ্যই খুব বড় নয়, তা জানেন সব অধিনায়ক এবং বোলারই। কে এল রাহুল বা আভেশ খানরাও তার ব্যতিক্রম নন। তাই শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে দ্রে রাস নিয়ে রীতিমতো হোমওয়ার্ক করেছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুল। রাসেল-ঝড় থামিয়ে লখনউ বিরাট জয় পাওয়ার পর রাহুল জানিয়েছেন, দ্রে রাসকে পরিকল্পনা করেই আউট করেছেন। ক্যারিবিয়ান তারকার উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া পেসার আভেশ খানও জানিয়েছেন একই কথা।
আরও পড়ুন-সেলিমকে ধুয়েমুছে সাফ করলেন কুণাল
আভেশদের বোলিংয়ে মুগ্ধ রাহুল বলেছেন, ‘‘দ্রে রাস ক্রিজে দাঁড়িয়ে গেলে ভয় থাকেই। ম্যাচের আগে আমাদের কিছু পরিকল্পনা ছিল। দেখে ভাল লাগল, চাপের মধ্যেও আমাদের বোলাররা সেটা মাথায় রেখেছিল। আভেশ, জেসন দু’জনেই দুর্দান্ত বোলিং করেছে। ঠিক জায়গায় বল রেখেছে। বোলারদের কাছ থেকে এর থেকে বেশি আর কী চাইতে পারি।’’
আরও পড়ুন-একুশ বছর পর
রাসেলের উইকেটই সেরা ম্যাচের নায়ক আভেশের কাছে। ২৫ বছরের ভারতীয় পেসারের কথায়, ‘‘আমি রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। রাসেলকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা ছিল। ছয় মারলেও লেংথে বল করার সিদ্ধান্ত নিই। আগেও লেংথ বলে আউট হয়েছে। তিন উইকেটের মধ্যে রাসেলের উইকেটই আমার কাছে সেরা। ওটাই ম্যাচ ঘুরিয়ে দেয়।’’