উচ্ছেদে বাধা রেল পুলিশকে

তৃণমূল কংগ্রেসের স্পষ্ট নীতি, এভাবে এত বছর বসবাস করা মানুষকে বিকল্প ব্য বস্থা না করে কোনওভাবেই উচ্ছেদ করা যাবে না ওইসব বাসিন্দাদের।

Must read

সংবাদদাতা, বারাসত : দক্ষিণেশ্বরে রেল কোয়ার্টারে আবারও উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ ও উত্তেজনা। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়। এই দাবিকেই সামনে রেখে রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের চাপে অবশেষে পিছু হটে রেল পুলিশ। প্রসঙ্গত, দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন রেল কোয়ার্টারে প্রায় সাড়ে চারশো পরিবার থাকে।

আরও পড়ুন-ক্লিনচিট পেলেন মুখ্যমন্ত্রী

সেখানে উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। রেল পুলিশের তরফ থেকে রেল কোয়ার্টারে এসে কোয়ার্টারের ঘর ভাঙতে থাকে। সেই সময় স্থানীয় বাসিন্দারা রেল পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায়। বন্ধ করে দেয় কোয়ার্টার ভাঙার কাজ। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে সেখান থেকে চলে যান রেল পুলিশের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। রেল পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভে ফেটে পড়েছেন কোয়ার্টারের বাসিন্দারা। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট নীতি, এভাবে এত বছর বসবাস করা মানুষকে বিকল্প ব্যবস্থা না করে কোনওভাবেই উচ্ছেদ করা যাবে না ওইসব বাসিন্দাদের।

Latest article