ভূমিহীন বস্তিবাসীদের উচ্ছেদ নোটিশ রেলের

তাই এই অবস্থায় রেলের পদক্ষেপ অমানবিক বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুর রহমান

Must read

সংবাদদাতা, রামপুরহাট : দুর্গাপুজোর মরশুমেই ভূমিহীন বস্তিবাসীদের উচ্ছেদের নোটিশ ধরিয়ে দিল কেন্দ্রীয় সরকারের অমানবিক রেল দফতর। রেলের এই আচরণে ক্ষুব্ধ এলাকার আপামর মানুষজন। এলাকার লড়াকু নেতা সাহজাদা হোসেন কিনু বলেন, ‘বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই পুজো প্রায় এসে গেছে। এরকম আবহাওয়ায় মানুষকে আনন্দ দেওয়া দূরে থাক, তার বদলে নিরানন্দের খাঁচায় বন্দি করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের সংস্থা। রেলের জায়গায় দীর্ঘদিন ধরে বসবাসকারী ভূমিহীন বস্তিবাসীদের উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল।

আরও পড়ুন-বিলকিস গণধর্ষণ পথে মহিলা তৃণমূল

রেলের এই অমানবিকই রূপটাই মোদি-অমিত শাহ পরিচালিত কেন্দ্রের বিজেপি সরকারের আসল রূপ। এরা সাধারণ মানুষের টাকা থেকে আদানিকে কোটি কোটি ঋণ মকুব করতে পারে। কিন্তু সাধারণ মানুষের উপর কোনও দয়া নেই।’ উল্লেখ্য, বুধবার দুপুর একটায় রেলের তরফ থেকে রেলপাড় জটাধারীতলা-সহ ১ ও ১৪ নম্বর ওয়ার্ডে রেলের জায়গা থেকে দোকান তুলে নিতে এবং বস্তিবাসীদের উঠে যাওয়ার জন্য নোটিশ দেয় পূর্ব রেল।

আরও পড়ুন-কৌশিকী অমাবস্যার নিশিপুজোয় ভক্তের ঢল

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও রেলওয়ে ম্যানেজার-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের এই উচ্ছেদের প্রতিবাদে এবং রেলপাড়ে ফুট ওভারব্রিজের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। তাদের দাবি, আগে পুনর্বাসন, তারপর উচ্ছেদ। এমনিতে অতিমারিতে কর্মহীন মানুষ অসহায়। তাই এই অবস্থায় রেলের পদক্ষেপ অমানবিক বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুর রহমান।

Latest article