বঙ্গ

হাওড়া-আমতা লোকাল দুর্ঘটনা নিয়ে রেলের উদাসীনতা

সংবাদদাতা, হাওড়া : হাওড়া-আমতা লোকাল দুর্ঘটনা নিয়ে রেলের উদাসীনতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুর্ঘটনার পর রেলের তরফে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছিল, দুর্ঘটনায় আহতের কোনও খবর নেই। কিন্তু একাধিক যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসা করা হয়। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় রবীন বাগ নামে ওই যাত্রীকে হাওড়া জেলা হাসপাতাল হয়ে কলকাতার এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর পায়ে জটিল অস্ত্রোপচার করা হয়।

আরও পড়ুন-মহারাষ্ট্রে ৫১২ কেজি পেঁয়াজ বেচে কৃষক পেলেন ২ টাকা

আহতদের চিকিৎসার সমস্ত দায়দায়িত্ব গ্রহণ করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্ঘটনার পরেই জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় হাওড়া জেলা হাসপাতালে গিয়ে আহত যাত্রীর পাশে দাঁড়ান। আহত যাত্রীর জন্য মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো ফল তাঁর বাড়ির লোকেদের হাতে তুলে দেন মন্ত্রী পুলক রায়। মন্ত্রী দাঁড়িয়ে থেকে আহত রবীন বাগকে এসএসকেএমে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন। আহতদের পাশে তাঁদের চিকিৎসার সমস্ত দায়িত্ব রাজ্য সরকার নিচ্ছে বলে মন্ত্রী পুলক রায় জানিয়ে দেন। এদিকে প্রথমে কোনও আহতের খবর নেই বলে রেল জানালেও অবশেষে ঘটনার পরের দিন শুক্রবার দু’জন আহত যাত্রীকে ২৫ হাজার টাকা করে চিকিৎসার খরচবাবদ দিয়ে দায় সারে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-খুলল ২ বগির সংযোগকারী পিন

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্যকুমার চৌধুরি জানান, ‘‘দু’জন যাত্রী সামান্য জখম হয়েছিলেন বলে আমরা পরে জানতে পারি। তাঁদের রেলের তরফ থেকে ২৫ হাজার টাকা করে চিকিৎসার জন্য দেওয়া হয়েছে।’’ কিন্তু দুর্ঘটনায় একাধিক ব্যক্তি কমবেশি জখম হওয়ায় মাত্র দু’জনকে কেন চিকিৎসার খরচ দিল রেল তাই নিয়ে প্রশ্ন তুলেছেন রেল যাত্রীরা। এমনকী এসএসকেএভে ভর্তি রবীন বাগ নামের যাত্রীর অবস্থা এখনও সংকটজনক হওয়ায় কী করে তাঁর আঘাত সামান্য বলছে রেল তাই নিয়েও সরব হয়েছেন অনেকেই। এলাকার বিধায়ক সীতানাথ ঘোষ বলেন, ‘‘যাত্রী পরিষেবা, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিয়ে রেলের যে কোনও হুঁশ নেই এই ঘটনায় তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।’’

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

8 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

17 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

22 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

31 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago