রেলের নোটিশে অশান্তির শঙ্কা

এজন্য ১৫ দিন সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে ওই সমস্ত অবৈধ নির্মাণ সরানো না হলে সেগুলি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে।

Must read

প্রতিবেদন: বুলডোজার অভিযান এবার দিল্লিতে। বেআইনি নির্মাণ ভাঙতে এবার বুলডোজার অভিযানের কথা জানাল উত্তর রেল। রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দিল্লিতে রেল লাইনের ধার থেকে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। এজন্য ১৫ দিন সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে ওই সমস্ত অবৈধ নির্মাণ সরানো না হলে সেগুলি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। রেলের এই উচ্ছেদ অভিযানের তালিকায় রয়েছে দুটি বড় মসজিদ, একটি মন্দির, বেশ কয়েকটি মাজার ও বিভিন্ন ধর্মাবলম্বীদের দেবস্থান।

আরও পড়ুন-চ্যালেঞ্জ ছুঁড়েছেন দিদি কাঁপছে এখন বিজেপি

রেল তাদের নিজস্ব জমি দীর্ঘদিন ধরে কাজে না লাগানোয় হয় সেখানে বসতি গড়ে উঠেছে। এমনকী, আছে স্কুল, হাট-বাজারও। যে দুই মসজিদকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে সে দু’টি হল বাংলা মার্কেট মসজিদ এবং বাবর শাহ তাকিয়া মসজিদ। তাদের স্পষ্ট জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যে নির্মাণ সরিয়ে নেওয়া না হলে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলের জমি বেআইনিভাবে দখল করা হয়েছে। রেলের জায়গায় থাকা সব ধরনের নির্মাণ স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি অমান্য করলে দখল করা জমি পুনরুদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Latest article