কলকাতায় নামবে বৃষ্টি! ইডেনে ভেস্তে যাবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ?

Must read

শীতের মুখে নামবে বৃষ্টি! আবহাওয়া দফতর আগেই এনিয়ে সতর্কবার্তা জারি করেছিল। হাওয়া অফিস বাংলার একাধিক জেলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। এর মাঝে আজ কলকাতার ইডেনে ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিফা-অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে একাধিক ম্যাচে বৃষ্টির পূর্বাভাস থাকলেও একটা ম্যাচ বাদে আর ম্যাচ ভেস্তে যায়নি। তবে আজ ইডেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টির (Rain- SA vs Australia) জন্য ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- শামি-ফাইনাল! টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা অভিষেকের

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কলকাতাও নামতে পারে বৃষ্টি। বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। আগামিকাল অর্থাৎ শুক্রবার বিভিন্ন জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর-দক্ষিণ চব্বিশ পরগনায়। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়ার কিছু জায়গায়। বৃষ্টির হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদে।  উপকূলের জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার হাওয়া বইছে। বিকেলের দিকে হাওয়ার গতিবেগ বেড়ে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আন্দামানের কাছে দক্ষিণ-পুর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবার থেকেই তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। ১৭ নভেম্বর এই নিম্নচাপের ওড়িশা উপকূলে অবস্থানের কথা জানানো হয়েছে।

ইডেনে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া (Rain- SA vs Australia)। এই ম্যাচে যে দল জিতবে তারা ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে। কিন্তু তাদের এই অপেক্ষা ভেস্তে যেতে পারে আবহাওয়ার সৌজন্যে। তবে এক্ষেত্রে যেহেতু বৃষ্টির সম্ভবনা রয়েছে সেই কারণে বাড়তি দিন দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

Latest article