ফের চড়ছে তাপমাত্রার পারদ, রয়েছে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Must read

বুধবার থেকে ফের চড়েছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের (South bengal- Rain) বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভিজতে পারে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম। এই মুহূর্তে মহারাষ্ট্রের বিদর্ভের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন- ভারতে নাৎসি জার্মানির পুনরভ্যুত্থান চাইছে গেরুয়া পার্টি

কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা খানিকটা হলেও থাকছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে শহরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত (South bengal- Rain) হতে পারে। সেই সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশ। তবে, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।রবিবার থেকে রাজ্যে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। ভিজতে পারে কলকাতাও। তবে তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত আর নেই। রাজ্যে এই মুহূর্তে উত্তর পশ্চিম দিকে থেকে হাওয়া বইছে। যার ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমেছে। দক্ষিণের পাশাপাশি, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরে দার্জিলিং, কালিম্পং এবং নীচের দিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Latest article