সেঞ্চুরিয়ন, ২১ ডিসেম্বর : বক্সিং ডে টেস্টে থাবা বসাতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের খবর হল, প্রথম টেস্টের প্রথম, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চমদিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সেঞ্চুরিয়নে। তৃতীয় দিন বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে বলে খবর। ফলে মন্দ আবহাওয়ার জন্য প্রথম টেস্টে পুরো সময় খেলা নাও হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর মুখ রাখলেন মহিলা ব্রিগেড
সেঞ্চুরিয়নের উইকেট নিয়ে অবশ্য নতুন করে কিছু বলার নেই। সুপার স্পোর্ট পার্কের উইকেটকে বলা হয় ফাস্ট বোলারদের স্বর্গ। এবারও সেন্টার উইকেটে প্রথম দিন প্র্যাকটিসের পর শ্রেয়স আইয়ার বলেছেন, জোরে বোলারদের জন্য আদর্শ উইকেট এটা। এই উইকেট ভারতীয় স্পিডস্টারদের সাহায্য করবে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই আনরিখ নর্তজেকে হারিয়ে একটু চাপে পড়ে গিয়েছে। রাবাদা একা দলকে কতটা সাহায্য করতে পারেন, সেটাই এখন বড় প্রশ্ন।
আরও পড়ুন-কলকাতার উন্নয়নে নতুন মুখ
এদিকে, ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হওয়ার আগে পরিসংখ্যানের দিক থেকে তুলনায় চলে এলেন রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকায় দশ ইনিংসে বিরাটের রান ৫৫৮। আর ভারতীয় দলের হেড কোচ দ্রাবিড়ের এখানে ২২টি টেস্ট ইনিংসে রান ৬২৪। ফলে আসন্ন তিন টেস্টের সিরিজে কোচ দ্রাবিড়কে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারত অধিনায়কের।
আরও পড়ুন-মানুষকে খেলামুখী করতে চান বিশ্বরূপ
সেঞ্চুরির প্রশ্নেও বিরাট সামান্য এগিয়ে দ্রাবিড়ের থেকে। তাঁর এখানে দুটি টেস্ট সেঞ্চুরি রয়েছে। দ্রাবিড়ের একটি। আবার যদি ব্যাটিং গড়ের প্রশ্ন ওঠে, তাতেও দ্রাবিড়ের আগে থাকছেন বিরাট। ক্রিকেট দুনিয়ার সর্বত্র দ্রাবিড় রান পেলেও এদেশে তাঁর ব্যাটিং গড় মোটে ২৯.৭১। অথচ, বিরাটের গড় ৫৫.৮০। দ্রাবিড়কে টপকে যেতে বিরাটের আর দরকার ৬৬ রান।
দক্ষিণ আফ্রিকায় রান করার প্রশ্নে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিরাট আছেন চতুর্থস্থানে। বাকি তিনজন হলেন দ্রাবিড়, লক্ষ্মণ ও শচীন। শচীন অবশ্য অনেক আগে রয়েছেন। ১৫টি টেস্টে তাঁর রান ১১৬১। গড় ৪৬.৪৪।