জোড়া ঘূর্ণাবর্ত সপ্তাহভর রাজ্য জুড়ে চলবে ঝড়-বৃষ্টি

Must read

প্রতিবেদন : রাজ্য জুড়ে লাগাতার তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি (Rain)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ স্বস্তির বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলি। ঝড়-বৃষ্টির রেশ পৌঁছেছে উত্তরের জেলাগুলিতেও। আর রাজ্য জুড়ে মরশুমের প্রথম বৃষ্টি (Rain) ও কালবৈশাখীর স্পেলে একধাক্কায় অনেকটাই ব্যাকফুটে পারদবৃদ্ধির চোখরাঙানি। বুধবার আরও ২ ডিগ্রি কমে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়েও ৫ ডিগ্রি কম। ঝড়-বৃষ্টির জেরে গোটা রাজ্যেই নিম্নমুখী পারদ। টানা নজিরবিহীন তাপপ্রবাহের পর হঠাৎ করেই তাপমাত্রা কমায় স্বস্তিতে রাজ্যবাসী। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়েই চলবে ঝড়-বৃষ্টির দাপট। শনিবার পর্যন্ত দক্ষিণের সমস্ত জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণে ফের আছড়ে পড়তে পারে কালবৈশাখী। সঙ্গে বাড়তে পারে বৃষ্টির বেগও। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। প্রধানত জোড়া ঘূর্ণাবর্তের জেরেই এই হাওয়া বদল বলে জানিয়েছে হাওয়া অফিস। বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর এবং মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ডের উপর বিস্তৃত দুই ঘূর্ণাবর্ত। তার জেরে সাগর থেকে রাজ্যে ঢোকা প্রচুর জলীয় বাষ্প ঝড়-বৃষ্টির আবহাওয়া তৈরি করেছে। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই ফের চড়বে পারদ।

আরও পড়ুন- হাওড়ায় জোড়া সভা অভিষেকের, প্রস্তুতি বৈঠকে জেলা নেতৃত্ব

Latest article