প্রতিবেদন : জানুয়ারি মাসের শেষে ফের নতুন করে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে। আগামী তিনদিন মনোরম আবহাওয়া থাকবে বাংলায়। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হবে আকাশ। শীতের আমেজ থাকলেও রাজ্যে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই।
শনিবার এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট চলবে। ইতিমধ্যে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। একটি অক্ষরেখা রয়েছে মালদ্বীপ থেকে কর্নাটক পর্যন্ত যা কেরলের উপর দিয়ে রয়েছে। আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা শনিবার রাতে ঢুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে ফের হাওয়া বদল ঘটতে পারে। জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির (Rainfall) সম্ভাবনা প্রবল। হালকা বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শুক্রবার থেকে শুরু হওয়া হালকা তুষারপাত চলবে আগামী ৪৮ ঘণ্টা।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল ৯টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৪ থেকে ৯৫ শতাংশ।
আরও পড়ুন- রাজ্যে মুখ্যমন্ত্রীই ঘুরিয়েছেন অর্থনীতির চাকা : স্নেহাশিস