৭০৬ জনকে অর্থ সাহায্য বিভিন্ন প্রকল্পে

Must read

সংবাদদাতা, বোলপুর : বোলপুর ডাকবাংলো মাঠে বীরভূম জেলা শ্রমিকমেলার উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। শনি ও রবিবার চলবে এই মেলা। উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল ও শতাব্দী রায়, জেলাশাসক বিধান রায়, জেলার তিন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা, মোশারফ হোসেন প্রমুখ। এই মেলায় অসংগঠিত শ্রমিকদের কাছে প্রকল্প নিয়ে প্রচার, নাম নথিভভুক্তিকরণ এবং আর্থক সহায়তা দেওয়া হয়। ১ ৮৯ লক্ষ ৩১ হাজার ৫৪৭ টাকা দুর্ঘটনাজনিত মৃত্যু, স্বাভাবিক মৃত্যু এবং পেনশন ও প্রভিডেন্ট ফান্ড সহায়তা হিসাবে তুলে দেওয়া হয় ৭০৬ জনকে। সমগ্র রাজ্যে ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত নথিভুক্ত শ্রমিকের সংখ্যা ১ কোটি ৬৪ লক্ষ। মোট আর্থিক সহায়তার পরিমাণ ২৩৪৭.৬৩ কোটি। শুধুমাত্র বীরভূমে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত নথিভুক্ত শ্রমিকদের সংখ্যা ৫ কোটি ৬২ লক্ষ। সুবিধাপ্রাপ্ত শ্রমিকের সংখ্যা ১ কোটি ২৫ লক্ষ। মোট আর্থিক সুবিধা দেওয়া হয়েছে ৯২.৫১ কোটি টাকা।

আরও পড়ুন- রাজ্যে মুখ্যমন্ত্রীই ঘুরিয়েছেন অর্থনীতির চাকা : স্নেহাশিস

Latest article