সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস, শহর জুড়ে মেঘলা আকাশ

গতকাল দমদম এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

Must read

আজ, রবিবার (Sunday) সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস কলকাতা (Kolkata) ও শহরতলিতে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যেটা স্বাভাবিক। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ শহরে মাঝে মধ্যেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-বাড়িতে ঢুকে মানসিক ভারসাম্য়হীন মহিলাকে মাথায় গুলি মণিপুরে

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ, সর্বনিম্ন পরিমাণ ছিল ৬৫ শতাংশ। গতকাল অর্থাৎ শনিবার সকালের দিকে রোদ থাকলেও বিকেলের পর হঠাৎ করেই একরকম আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ১৯.৯ মিলিমিটার।

আরও পড়ুন-পড়াশুনো শিকেয়, ক্লাসে নাক ডেকে ঘুম শিক্ষকের

গতকাল দমদম এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত২৪ ঘণ্টায় দমদমে বৃষ্টি হয় ০.৮ মিলিমিটার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে আজ। এছাড়া আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের বহু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দমদম, আলিপুর, হাওড়া, বালী, সল্টলেক, ডায়মন্ড হারবার, কল্যাণী, শ্রীরামপুর, চন্দননগর, তারকেশ্বর, বাগনান, আমতা, উলুবেড়িয়া, ক্যানিং, হলদিয়া, বসিরহাট, কাঁথি, তমলুক, দিঘা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম,দুর্গাপুর, কাটোয়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Latest article