কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকালে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কাটল না অস্বস্তি। সকালের পর বিকেলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপর। আরও একটি অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে কেরল পর্যন্ত। শহরে সকালে মেঘলা আকাশ থাকার কারণে দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কাটছে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮১ শতাংশ৷ ফলে স্বাভাবিকের থেকে বেশি অস্বস্তি অনুভূত হবে। ভোটের দিন অর্থাৎ শনিবার দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির (Rainfall- West Bengal) তেমন কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত উত্তরের নীচের দিকের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে শনিবারও। শুক্রবার বেলার পর দুই ২৪ পরগণা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া , মুর্শিদাবাদ , বীরভূমেও হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rainfall- West Bengal) পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
আরও পড়ুন: চলন্ত ফলকনামা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, আতঙ্ক