প্রতিবেদন : শীত না পড়লেও কলকাতা জুড়ে ঠান্ডার আমেজ। এরই মধ্যে কাঁটা হতে বসেছে নিম্নচাপ। রাজ্যবাসীর উদ্বেগ বাড়িয়ে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবারই দক্ষিণবঙ্গের ৬ জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে। শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আবহাওয়া দফতরের এই খবরে দুশ্চিন্তা বেড়েছে রাজ্যের কৃষকদের। কারণ, অসময়ে বৃষ্টির জেরে চাষবাসের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ধান থেকে শীতকালীন সবজি। ক্ষতি হতে পারে সব কিছুরই। ব্যাহত হতে পারে আলুর ফলন।
আরও পড়ুন : প্রতি মাসে স্বাস্থ্যসাথী খাতে , রাজ্যের খরচ ২০০ কোটি
আন্দামান সাগরে এরই মধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ। যা ক্রমশ ঘূর্ণাবর্তে পরিণত হতে চলেছে। শক্তি বাড়িয়ে তা সরবে বঙ্গোপসাগরের দিকে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যে চেনা শীতের আমেজই চলবে। কিন্তু নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। কমবে ঠান্ডা। ডিসেম্বরের ৩ তারিখ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়ায় হালকা বৃষ্টি হবে। ৪ তারিখ থেকে বাড়বে বৃষ্টি। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৫ তারিখ রবিবারও বৃষ্টি চলবে। ৬ তারিখ সোমবার পর্যন্ত চলতে পারে বৃষ্টির জের। বৃহস্পতিবার থেকে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগোবে ও ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ফলে এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়া চলবে। তবে এর প্রভাব উত্তরবঙ্গে খুব বেশি পড়বে না।