প্রতি মাসে স্বাস্থ্যসাথী খাতে , রাজ্যের খরচ ২০০ কোটি

Must read

প্রতিবেদন : রাজ্যের বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের গ্রহণযোগ্যতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের কাছ থেকে টাকা পেতে দেরি হয় এই অজুহাত দেখিয়ে বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী ভর্তি করতে আপত্তি জানাচ্ছিল বলে অভিযোগ। এই অভিযোগের জবাব দিতে বিল জমা পড়ার একমাসের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারের তরফে কোনও বিল জমা দিতে দেরি হলে প্রাপ্য টাকার উপর দেড় শতাংশ হারে সুদ দেওয়া হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : ভোট দিন নিশ্চিন্ত ৫ বছর

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে পাওনা মেটানোর ক্ষেত্রে দেরি হওয়ার একমাত্র কারণ হাসপাতালগুলির জমা করা বিলের অঙ্ক নিয়ে সংশয়। জানা গিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পকে মসৃণভাবে চালিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার প্রতি মাসে হাসপাতালগুলোকে ২০০ কোটি টাকার বেশি বিল মেটায়। গতবছর ডিসেম্বরে সকলের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করার পর এই প্রকল্পের বাজেট বাড়িয়ে করা হয়েছে ২৩০০ কোটি টাকারও বেশি। রাজ্য সরকারের বক্তব্য এর ফলে স্বাস্থ্যসাথী প্রকল্পের বকেয়া থাকার কোনও কারণই নেই। তবে যদি কোনও হাসপাতাল হেনস্থা করে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ হবে।

Latest article