ভোট দিন নিশ্চিন্ত ৫ বছর

Must read

মণীশ কীর্তনীয়া : কর্পোরেট দুনিয়া ছেড়ে রাজনীতির ময়দানে এসে জয় করেছেন মানুষের মন। ওয়ার্ড বদল হলেও আত্মবিশ্বাসী ৫৮-র ‘তরুণ’ প্রার্থী সন্দীপন সাহা। বাবা বিধায়ক স্বর্ণকমল সাহা। তিনিও একবার কাউন্সিলর হয়েছেন। এবার আবারও দল তাঁকে মনোনয়ন দিয়েছে। তবে ওয়ার্ড বদল হয়েছে। আগের পুরভোটে তিনি ৫২ নং ওয়ার্ড থেকে লড়ে জিতেছেন। ৫২ নং ওয়ার্ডটি সংরক্ষণের আওতায় চলে আসায় দল তাঁকে ৫৮ নং ওয়ার্ডে মনোনয়ন দিয়েছে। এর জন্য দলের কাছে তাঁর কৃতজ্ঞতার শেষ নেই। জোরকদমে প্রচার করছেন। মানুষের কাছে পৌঁছচ্ছেন। সন্দীপন বলছেন, ওয়ার্ড বদল হওয়ায় তাঁর কোনও অসুবিধেই হচ্ছে না। কারণ ৫৮ নং ওয়ার্ডে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যাতায়াত ছিলই।

আরও পড়ুন : আন্দোলন করতে গিয়ে কৃষকমৃত্যু হয়েছে কিনা জানেই না মোদি সরকার!

এখানকার মানুষজন আমার অতিপরিচিত। তা ছাড়া বাবা স্বর্ণকমল সাহা বিধায়ক হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকার ওয়ার্ডগুলির সঙ্গে যোগাযোগ রাখতেই হয়। তাই এটা অনেকটা সুবিধাজনক। সন্দীপন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে উপস্থিত থাকেন। নিজেই বললেন, তিনি কলকাতা পুরসভার তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। ফলে ডিজিটাল মিডিয়ায় অবাধ যাতায়াত। প্রচারের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মকেও ব্যবহার করছেন পুরোদস্তুর। তিনি ম্যানেজমেন্টের স্নাতকোত্তর। একটা সময় কর্পোরেট দুনিয়ায় চুটিয়ে কাজ করেছেন। কিন্তু রক্তে রাজনীতি। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন। তাই ফিরেছেন সেই শিকড়ের টানেই। বাবার দেখানো পথেই এগিয়ে যেতে চান। মানুষের পাশে থাকতে চান। সন্দীপন বলছেন, বাবা পরিচিত রাজনীতিক ও বিধায়ক হওয়ায়৷ যেমন সুবিধে আছে আবার অসুবিধেও আছে। বললেন, ১৯ ডিসেম্বর ভোট দিন। বাকি পাঁচ বছর তিনি থাকবেন পাশে

Latest article